জাতীয়

‘নির্দিষ্ট এজেন্ডা বাস্তবায়নে কুমিল্লার ঘটনা’ – স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ১৫ অক্টোবর- স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, কুমিল্লার ঘটনা যারা ঘটিয়েছে, তারা তাদের নির্দিষ্ট এজেন্ডা বাস্তবায়নের জন্যই করেছে। তাই ওই ঘটনায় দ্রুত তদন্ত করে জড়িতদের বিচার করা হবে বলেও জানান তিনি।

রাজধানীর কমলাপুর স্টেডিয়ামে আজ শুক্রবার এক ফুটবল টুর্নামেন্ট শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘এটা যারা করেছে, নিশ্চয়ই তাদের একটা উদ্দেশ্য ছিল। নিশ্চয়ই এদের পেছনে কোনো এজেন্ডা রয়েছে। এই সবগুলো নিয়েই আমাদের তদন্ত যারা করছেন তারা অত্যন্ত অভিজ্ঞ এবং খুব শিগগিরই তদন্ত করে আমাদের ঘটনাটা কী ঘটেছিল, কারা ঘটিয়েছিল, কেন ঘটিয়েছিল, কী উদ্দেশ্য ছিল সব আমরা জানতে পারব। আপনারা অপেক্ষা করুন, আমরা পজিটিভলি এগুচ্ছি।’

সূত্রঃ এনটিভি

আর আই

Back to top button