জাতীয়
পূজামণ্ডপে উত্তেজনায় আওয়ামী লীগ মদদ ও উসকানি দিচ্ছে: মির্জা ফখরুল
চট্টগ্রাম, ১৫ অক্টোবর- কুমিল্লায় পূজামণ্ডপে সৃষ্ট উত্তেজনার ঘটনায় আওয়ামী লীগ পুরোপুরি মদদ ও উসকানি দিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ শুক্রবার দুপুরে চট্টগ্রাম ক্লাবের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি হাজার বছর ধরে আছে। দুঃখজনকভাবে এই অবৈধ সরকার ক্ষমতায় আসার পর থেকে, তাদের ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য তারা সবসময় বিভিন্নভাবে বিভিন্ন রকম সমস্যা তৈরি করছে। মাঝে মাঝে তাদের মূল সংকটগুলো থেকে জনগণের দৃষ্টি দূরে সরিয়ে নেওয়ার জন্য ঘটনা ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা করে। এ ধরনের ঘটনা কখনো কাম্য নয়।
তিনি বলেন, আমরা গতকাল বিবৃতি ও নিন্দা জানিয়েছি। আমরা দাবি করছি যে অবিলম্বে হামলাকারীদের চিহ্নিত করা হোক এবং তাদের বিচারের আওতায় আনা হোক।
সূত্রঃ কালের কণ্ঠ
আর আই