অন্যান্য
ক্লাব কাপ হকির ফাইনাল রোববার
ঢাকা, ১৫ অক্টোবর- দীর্ঘ তিন বছর পর টার্ফে গড়িয়েছে হকি। ক্লাব কাপ হকি দিয়ে শুরু হয়েছে নতুন মৌসুম। সেই টুর্নামেন্টের ফাইনাল রোববার।
মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে বিকেল তিনটায় অনুষ্ঠেয় শিরোপা নির্ধারণী ম্যাচে লড়বে আবাহনী লিমিটেড ও ঢাকা মেরিনার ইয়াংস ক্লাব।
জিমিকে নিষিদ্ধ ও জরিমানা করায় ক্লাব কাপ বর্জন করে সেমিফাইনালে খেলতে মাঠে আসছে মোহামেডান।
ফলে ওয়াকওভার পেয়ে ফাইনালে ওঠে মেরিনার্স। অন্যদিকে সেমিফাইনালে আবাহনী লিমিটেড ৬-২ গোলে সোনালী ব্যাংককে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে।
সূত্রঃ বাংলাদেশ জার্নাল
আর আই