জাতীয়

গ্লাসগো থেকে লন্ডন হয়ে প্যারিস যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ঢাকা, ১৫ অক্টোবর – জলবায়ু শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ এবং ‘বঙ্গবন্ধু সৃজনশীল পুরস্কার’ হস্তান্তরের জন্য যুক্তরাজ্য ও ফ্রান্স সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৩১ অক্টোবর সফরের শুরুতে তিনি স্কটল্যান্ডের গ্লাসগোতে যাবেন, পরে লন্ডন হয়ে ফ্রান্সের রাজধানী প্যারিসে যাবেন প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন নিজ বাসভবনে গণমাধ্যমকর্মীদের এ তথ্য জানান।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, জলবায়ুবিষয়ক শীর্ষ সম্মেলন কপ-২৬-এ যোগ দিতে আগামী ১ থেকে ৩ নভেম্বর পর্যন্ত গ্লাসগোতে অবস্থান করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর দ্বিপক্ষীয় বৈঠকের জন্য লন্ডনে যাবেন প্রধানমন্ত্রী। সেখান থেকে তিনি সরাসরি প্যারিসে যাবেন ইউনেস্কো থেকে ‘বঙ্গবন্ধু ক্রিয়েটিভ পুরস্কার’ প্রদানের জন্য।

আব্দুল মোমেন বলেন, প্রধানমন্ত্রী কপ-২৬ শীর্ষ বৈঠকে অংশগ্রহণের জন্য ৩১ অক্টোবর গ্লাসগোর উদ্দেশে রওনা হবেন। তিনি সেখানে ক্লাইমেট ভালনারেবল ফোরামের (সিভিএফ) সভাপতি হিসেবে অংশ নেবেন। এ ছাড়া জলবায়ু শীর্ষ সম্মেলনের ফাঁকে তিনি কপ–২৬-সিভিএফের একটি বৈঠকে অংশ নিতে পারেন।
পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, গ্লাসগো থেকে প্রধানমন্ত্রীর লন্ডনে যাওয়ার কথা রয়েছে।

সেখানে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে একটি দ্বিপক্ষীয় বৈঠক আয়োজনের চেষ্টা চলছে। যুক্তরাজ্য দ্বিপক্ষীয় ওই বৈঠক গ্লাসগোতে করতে চাইছে, কিন্তু বাংলাদেশ দুই দেশের প্রধানমন্ত্রীর বৈঠকটি লন্ডনে আয়োজনের পক্ষপাতী।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ইউনেসকো কর্তৃক প্রদেয় বঙ্গবন্ধু পুরস্কার দেওয়ার জন্য লন্ডন থেকে সরাসরি প্যারিসে যাবেন প্রধানমন্ত্রী। আমরা চাই, এই পুরস্কার প্রধানমন্ত্রী নিজ হাতে তুলে দিন।’

সূত্র: প্রথম আলো
এম ইউ/১৫ অক্টোবর ২০২১

Back to top button