ফুটবল
ফাইনাল শেষে দেশে ফিরতে হচ্ছে জামালদের
মালে, ১৪ অক্টোবর- নেপালের বিপক্ষে ভাগ্য সহায় থাকলে ব্যাপারটা এমনও হতে পারতো। আগামী ১৬ অক্টোবর মালে জাতীয় স্টেডিয়ামে সাফের ফাইনালে খেলতো বাংলাদেশ! কিন্তু উজবেকিস্তানের রেফারির এক সিদ্ধান্তে সেই সম্ভাবনা স্বপ্নই থেকে গেলো। এখন সাতবারের চ্যাম্পিয়ন ভারত ট্রফির জন্য মুখোমুখি হবে নেপালের।
বাংলাদেশকে সেই ম্যাচের ফল জেনেই এখন দেশে ফিরতে হচ্ছে। আজ কিংবা আগামীকাল দেশে ফেরার জন্য ফ্লাইটের চেষ্টা করা হয়েছিল। কিন্তু টিকিট না পাওয়াতে আরও কয়েক দিন মালেতে সময় কাটাতে হবে জামাল ভূঁইয়াদের। এ নিয়ে দলের ম্যানেজার সত্যজিত দাশ রুপুর হতাশা কম নয়,‘আগামীকাল ফ্লাইট থাকলে ভালো হতো। শুক্রবারও কোন সিট না থাকায় যেতে পারছি না। অন্য এয়ারলাইন্সেও সিট নেই। এখন ১৮ অক্টোবরের আগে ঢাকায় যাওয়া হচ্ছে না।’ ফলে ফাইনাল দেখেই দেশে ফিরতে হচ্ছে জামালদের।
সূত্রঃ বাংলা ট্রিবিউন
আর আই