এক কোটি শিক্ষার্থীদের টিকার আওতায় আনা হবে : স্বাস্থ্যমন্ত্রী
মানিকগঞ্জ, ১৪ অক্টোবর- স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন বলেছেন, আমাদের দেশে এক কোটি শিক্ষার্থীদের টিকার আওতায় আনবো। বর্তামানে আমাদের হাতে ৬০ লাখ ফায়জারের টিকা আছে। প্রাথমিকভাবে ১২ খেকে ১৭ বছর বয়সী ৩০ লাখ শিক্ষার্থীকে এই টিকা দেওয়া হবে।
আজ বৃহস্পতিবার (১৪ অক্টোবর) দুপুরে মানিকগঞ্জ কর্ণেল মালেক মেডিক্যাল কলেজ ও হাসপাতালে শিশুদের পরীক্ষামূলক টিকা দান কর্মসূচি উদ্বোধন করা হয়। এসময় তিনি এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন বলেন, ফায়জার সবচাইতে নিরাপদ টিকা। শিশুদের নিরপত্তার কথা চিন্তা করে তাদের জন্য এই টিকার ব্যবস্থা করা হয়েছে। এই টিকা যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ ইউরোপের উন্নত দেশগুলোতে দেওয়া হচ্ছে। তিনি বলেন টিকা দিলেই হবে না। মাস্কসহ স্বাস্থবিধি মেনে চলতে হবে।
মানিকগঞ্জের চারটি স্কুলের ১২০জনকে পরীক্ষামূলক ভাবে টিকা দেওয়া হয়। দেশের প্রথম টিকাগ্রহণকারী শিশুশিক্ষার্থী মানিকগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ১০ শ্রেণির ছাত্র মোবাশ্বির রহমান রাফি (১৬)। তাকে দিয়ে সারা দেশে শিশু শিক্ষার্থীদের পরীক্ষামূলক করোনা টিকাদান কার্যক্রম শুরু হয়।
সূত্রঃ জাগো নিউজ
আর আই