নাটক

কন্যা সন্তানের মা হলেন অভিনেত্রী শখ

ঢাকা, ১৪ অক্টোবর – মা হলেন মডেল-অভিনেত্রী আনিকা কবীর শখ। গত ২৩ সেপ্টেম্বর নগরীর ইউনাইটেড হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দেন তিনি। মেয়ের নাম রেখেছেন আনাহিত রহমান আলিফ।

একুশ দিন আগে কন‌্যা সন্তানের মা হলেও বুধবার (১৩ অক্টোবর) রাতে এ খবর জানিয়েছেন শখের স্বামী আতিকুর রহমান জন। ফেসবুকে এক স্ট‌্যাটাসে তিনি লিখেন—‘গত ২৩ সেপ্টেম্বর ইউনাইটেড হাসপাতালে আমার কন্যা সন্তানের জন্ম হয়েছে। মা-মেয়ে দু’জনই সুস্থ হয়েছে। সবাই আমার কন্যার জন‌্য দোয়া করবেন।’

শখের স্বামী আতিকুর রহমান জন পেশায় একজন ব্যবসায়ী। গত বছরের ১২ মে বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা। শখ-জন দম্পতির প্রথম সন্তান আলিফ।

শখের শ্বশুরবাড়ি গাজীপুর জেলার কালিয়াকৈর থানার বলিয়াদি গ্রামে। বর্তমানে শখ সেখানেই অবস্থান করছেন। মাঝে মধ্যে রাজধানীর উত্তরায় নিজেদের বাসায় থাকেন এই অভিনেত্রী।

এন এইচ, ১৪ অক্টোবর

Back to top button