চট্টগ্রাম

চট্টগ্রামে বাবা-মা-ছেলের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার

চট্টগ্রাম, ১৪ অক্টোবর – চট্টগ্রামের মিরসরাই উপজেলায় মুদি ব্যবসায়ী মোস্তফা সওদাগর, তার স্ত্রী ও ছেলের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাতে মিরসরাই উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের সোনাপাহাড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মুদি দোকানদার বাবা একই এলাকার মোস্তফা (৫৮), তার স্ত্রী জ্যোসনা বেগম (৫০) ও ছেলে আহমদ হোসেন (২২)।

বৃহস্পতিবার ভোরে স্থানীয়দের কাছ থেকে সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করে।

জোরারগঞ্জ থানার ওসি নুর হোসেন মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।

এ বিষয়ে চট্টগ্রামের সহকারী পুলিশ সুপার ( মিরসরাই সার্কেল) মো. লাবীব আব্দুল্লাহ বলেন, স্থানীয়দের কাছ থেকে সংবাদ পেয়ে ভোর ৫টার দিকে আমরা ঘটনাস্থলে এসেছি। এসে ঘরের ভিতর মোস্তফা সওদাগর, তার স্ত্রী ও ছেলের লাশ দেখতে পেয়েছি। তাদের গলায় দাগ ও শরীরে কোপানোর চিহ্ন আছে। কোপানোর কারণে লাশ বীভৎস হয়ে আছে। ঘটনার বিস্তারিত পরে জানানো হবে।

তিনি আরও বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।

সূত্র: বাংলাদেশ জার্নাল
এম ইউ/১৪ অক্টোবর ২০২১

Back to top button