বলিউড

চিরঞ্জীবীর সিনেমায় গাইবেন পপগায়িকা ব্রিটনি!

হায়দ্রাবাদ, ১৪ অক্টোবর – মালায়ালাম ভাষার সবচেয়ে বেশি আয় করা সিনেমা ‘লুসিফার’। মোহনলাল অভিনীত এ সিনেমা পরিচালনা করেন পৃথ্বীরাজ সুকুমারন। ব্যবসায়ীকভাবে সিনেমাটি যেমন সফল, তেমনি দর্শকের রাশি রাশি প্রশংসাও কুড়িয়েছে এটি।

পরিচালক মোহন রাজা তেলেগু ভাষায় ‘গডফাদার’ নামে সিনেমাটির রিমেক করছেন। এতে মোহনলালের চরিত্র রূপায়ন করছেন চিরঞ্জীবী। এবার শোনা যাচ্ছে, সিনেমাটির একটি গানে কণ্ঠ দেবেন বিশ্বখ্যাত পপগায়িকা ব্রিটনি স্পিয়ার্স।

এক প্রতিবেদনে জানিয়েছে, পরিচালক সিনেমাটির একটি গান পপগায়িকা ব্রিটনি স্পিয়ার্সকে দিয়ে গাওয়ানোর পরিকল্পনা করেছেন। সিনেমাটির একটি ক্যামিও চরিত্রে অভিনয় করবেন সালমান খান। যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেননি সিনেমা সশ্লিষ্টরা।

পলিটিক্যাল ও ড্রামা ঘরানার গল্প নিয়ে নির্মিত হচ্ছে ‘গডফাদার’। গত আগস্ট থেকে সিনেমাটির শুটিং শুরু হয়েছে। অভিনেতা রাম চরণের কোনিদেলা প্রোডাকশন ও সুপার গুড ফিল্মসের ব্যানারে নির্মিত হচ্ছে সিনেমাটি।

এম এস, ১৪ অক্টোবর

Back to top button