দক্ষিণ এশিয়া

হাসপাতালে ভর্তি হলেন মনমোহন সিং

নয়াদিল্লী, ১৪ অক্টোবর – ভারতের সাবেক প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন হয়েছেন। এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম।

বুধবার শারীরিক অসুস্থতা নিয়ে নয়াদিল্লির এইমস হাসপাতালে ভর্তি হন তিনি। তবে ঠিক কি অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তা নিয়ে কেউ কিছু বলতে চাননি। কংগ্রেস সূত্রে দাবি করা হয়েছে, রুটিন মেডিকেল চেক–আপে গিয়েছেন প্রবীন এই কংগ্রেস নেতা।

একটি বেসরকারি সংবাদমাধ্যমের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস আরও জানায়, গত মঙ্গলবার থেকে ভারতের সাবেক এই প্রধানমন্ত্রী জ্বরে আক্রান্ত হয়েছিলেন। তবে তার অবস্থা স্থিতিশীল। শরীরে কোনো তরল ওষুধ নিতে তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন।

যদিও কংগ্রেসের পক্ষ থেকে এই দাবি অস্বীকার করা হয়েছে। বরং টুইট করে বলা হয়েছে, তিনি রুটিন চেক–আপে গিয়েছেন। তার অবস্থা স্থিতিশীল।

এ বিষয়ে এআইসিসি’‌র সম্পাদক প্রণব ঝা বলেন, প্রাক্তন ‌প্রধানমন্ত্রীকে নিয়ে গুজব ছড়ানো হচ্ছে। তার শারীরিক অবস্থা স্থিতিশীল। তিনি রুটিন পরীক্ষা–নিরীক্ষার জন্যই হাসপাতালে গিয়েছেন। আমরা তার শারীরিক অবস্থা নিয়ে প্রতিনিয়ত খবর দিতে থাকব।

সূত্র : বাংলাদেশ জার্নাল
এম এস, ১৪ অক্টোবর

Back to top button