ইউরোপ

নরওয়েতে তীর-ধনুক হামলায় ৫ জন নিহত

অসলো, ১৪ অক্টোবর – ইউরোপের দেশ নরওয়ের রাজধানী অসলোর দক্ষিণ-পশ্চিমে কংসবার্গ শহরে এক ব্যক্তির ছোড়া তীরের আঘাতে পাঁচ জনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। খবর বিবিসির।

দেশটির পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানী অসলোর দক্ষিণ-পশ্চিমে কংসবার্গ শহরে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির তথ্যমতে, সন্দেহভাজন হামলাকারী কংসবার্গ শহরের একটি সুপার মার্কেটের ভেতর থেকে তীর ছুড়ে আক্রমণ চালান। এতে হতাহতের ঘটনা ঘটে। ওই এলাকার বাসিন্দাদের ঘরের ভেতরে নিরাপদে থাকতে বলা হয়েছে।

দেশটির পুলিশ কর্মকর্তা ওয়েভিন্দ আস বলেছেন, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। ধারণা করা হচ্ছে তিনি একাই এই হামলা চালিয়েছেন।

কংসবার্গের মেয়র কারি অ্যানি স্যান্ড বলেন, যারা এই ঘটনার শিকার হয়েছেন এটি তাদের জন্য দুঃখজনক ঘটনা। আমার বলার কোনো ভাষা নেই।

হামলার ঘটনার পর টুইটারে নরওয়ের বিচারবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, বিচারবিষয়ক মন্ত্রী মনিকা মায়েল্যান্ডকে ঘটনা জানানো হয়েছে। তিনি বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন।

সূত্র: বাংলাদেশ জার্নাল
এম ইউ/১৪ অক্টোবর ২০২১

Back to top button