জাতীয়
বাংলাদেশে মৃত্যু বাড়ছেই, নতুন শনাক্ত ৫১৮
ঢাকা, ১৩ অক্টোবর – গত একদিনে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ হাজার ৭৩০ জনে। একই সময়ে নতুন করে ৫১৮ জন করোনা রোগী শনাক্ত হয়। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১৫ লাখ ৬৪ হাজার ১৯ জনে।
এর আগের দিন মঙ্গলবার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১৪ জনের মৃত্যু হয়। এছাড়া নতুন করে শনাক্ত হয়েছিলো ৫৪৩ জন করোনা রোগী।
বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনা পরিস্থিতি সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সূত্র : বাংলাদেশ জার্নাল
এন এইচ, ১৩ অক্টোবর