নাটক

এবার পূজায় প্রীতি দত্তের ২ নাটক

ঢাকা, ১৩ অক্টোবর – প্রতিবছরই দুর্গাপূজাকে ঘিরে টেলিভিশনে বিভিন্ন আয়োজন থাকে। নানারকম অনুষ্ঠানের পাশাপাশি নির্মিত হয় বিশেষ নাটক। এবার এই বিশেষ দিবসকে ঘিরে দুটি নাটক নির্মাণ করেছেন নাট্যনির্মাতা প্রীতি দত্ত। নাটকগুলো হলো ‘চারুকাব্য’ ও ‘এবার পূজায়’।

‘চারুকাব্য’ নাটকে অভিনয় করেছেন সাফা কবির, খায়রুল বাসার প্রমুখ। বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভিতে বিজয়া দশমীর দিন অর্থাৎ ১৫ অক্টোবর রাত ৮ টায় প্রচারিত হবে এবং অন্যদিকে ইরফান সাজ্জাদ ও সারিকা সাবাহ অভিনীত ‘এবার পূজায়’ নাটকটি একইদিনে রাত ৯টা ১৫ মিনিটে প্রচারিত হবে এনটিভিতে।

নির্মাতা প্রীতি দত্ত বলেন, ‘প্রতিবছরই পূজাকে ঘিরে আমার কাজ করা হয়। এবারও করলাম দুটি। দুটো নাটকই পারিবারিক গল্পে অর্থাৎ ফ্যামিলি ড্রামা; যেখানে বাবা-মা, ভাই-বোন সব সম্পর্কের গল্পই রয়েছে। সবসময় তো রোমান্টিক গল্পে কাজ করা হয়, তাই এবার চিন্তা করলাম ফ্যামিলি ড্রামা করি যেন পরিবারের সবাই মিলে দেখতে পারে। বিশেষ দিবসগুলোতে কিন্তু পরিবারের সবাই একসঙ্গে বসে নাটক দেখতে পছন্দ করে। দুটি গল্পই অনেক সুন্দর, আশা করছি দর্শকরা পছন্দ করবেন।’

এন এইচ, ১৩ অক্টোবর

Back to top button