ইরাকের পার্লামেন্ট নির্বাচনে মুকতাদার দল জয়ী
বাগদাদ, ১৩ অক্টোবর – যুদ্ধবিধ্বস্ত ইরাকের পার্লামেন্ট নির্বাচনে শিয়া নেতা মুকতাদা আল সদরের দল জয়ী হয়েছে। প্রাথমিক ফলাফলে দেখা গেছে, তার দলের প্রার্থীরাই বেশি আসনে জয় পেয়েছেন।
নির্বাচনে সাবেক প্রধানমন্ত্রী নুরি আল-মালিকির দল দেশটির শিয়া দলগুলোর মধ্যে দ্বিতীয় অবস্থানে রয়েছে। ইরাকে স্থানীয় সময় রবিবার (১০ অক্টোবর) নির্বাচন অনুষ্ঠিত হয়। এবারের ভোটে ৩২৯টি সংসদীয় আসনের বিপরীতে ১৬৭টি দলের তিন হাজার ২০০-এর বেশি প্রার্থী লড়েছেন।
দেশটির রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমে সরাসরি এক বক্তব্যে মুকতাদা আল সদর বলেছেন, বিদেশি শক্তিমুক্ত দেশ করার অঙ্গীকার করছেন তিনি।
মুকতাদা আরো বলেন, আমরা (বিদেশি) দূতাবাসের কর্মকর্তাদের আহ্বান জানাবো, তারা যেন ইরাকের অভ্যন্তরীণ বিষয়ে নাক না গলান।
কর্মকর্তারা জানিয়েছেন, ৭০টির বেশি আসনে জয় পেয়েছে মুকতাদার দল। এর আগে ২০১৮ সালে তার দলের নেতৃত্বাধীন জোট ৫৪টি আসনে জিতেছিল।
সূত্র: প্রতিদিনের সংবাদ
এম ইউ/১৩ অক্টোবর ২০২১