অ্যাস্ট্রাজেনেকার ফর্মুলা চুরির অভিযোগ অস্বীকার রাশিয়ার
মস্কো, ১৩ অক্টোবর – যুক্তরাজ্যের তৈরি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ফর্মুলা চুরির অভিযোগ অস্বীকার করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট সারগেই লেভরভ। মঙ্গলবার কাজাখিস্তানের রাজধানী নূর-সুলতানে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি উড়িয়ে দেন। আল জাজিরা এ খবর জানিয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যমে দাবি করা হয়, রাশিয়ার গোয়েন্দারা যুক্তরাজ্যের তৈরি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা টিকার মূল নকশা চুরি করেছিলেন।
ব্রিটেনের প্রভাবশালী টেবলয়েড দ্য সান সম্প্রতি একটি প্রতিবেদন প্রকাশ করে। তাতে দাবি করা হয়, রুশ গোয়েন্দারা যুক্তরাজ্য ও সুইডেনের কোম্পানী অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনের ফর্মুলা চুরি করেছিলেন। এ ফর্মুলা নিয়ে তারা তৈরি করেছিলেন স্পুটনিক ভি ভ্যাকসিন।
ব্রিটিশ সংবাদমাধ্যমটির ৩৩৯ শব্দের ওই প্রতিবেদনে সূত্রের নাম গোপন রাখা হয়েছিল। এ নিয়ে কার্যত ক্ষোভ প্রকাশ করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী লেভরভ।
তিনি বলেন, ‘আমাদের ব্রিটিশ ও পশ্চিমা সহযোগিদের প্রসঙ্গে বলছি, আমি মনে করি কেউ ভিত্তিহীন এসব বক্তব্য গুরুত্ব দিয়ে নেবে না।’ তিনি বলেন, ‘ইতোমধ্যেই অনেক ভিত্তিহীন অভিযোগ উঠেছে।’
লেভরভ বলেন, অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিনের বিরল পাশ্বপ্রতিক্রিয়ার বিষয়ে আমরা জানতে পেরেছি। এ টিকা গ্রহণের পর খুব অল্প সংখ্যক লোকের রক্ত জমাট বাধার সদস্যা হয়। রুশ পররাষ্ট্রমন্ত্রীর দাবি, স্পটনিক ভি-এর ক্ষেত্রে এ ধরনের কিছু দেখা যায়নি।
সূত্র: বাংলাদেশ জার্নাল
এম ইউ/১৩ অক্টোবর ২০২১