ইউরোপ

বিশ্বের ‘প্রথম চালকবিহীন’ ট্রেন চালু করল জার্মানি

বার্লিন, ১২ অক্টোবর – চালক থাকবে না। কিন্তু নির্দিষ্ট স্টেশনগুলো থেকে যাত্রী উঠিয়ে গন্তব্যে পৌঁছে দেবে। এ ধরনের একটি ট্রেনের উদ্বোধন করেছে জার্মানি। স্থানীয় সময় সোমাবার জার্মানির হামবুর্গ শহরে ট্রেনটি চালু হয়।

জার্মানির রেল অপারেটর ডচে বন এবং শিল্পগোষ্ঠি সিমেন্স বিশ্বের প্রথম স্বয়ংক্রিয়, চালকবিহীন এ ট্রেন চালু করেছে। প্রস্তুতকারি প্রতিষ্ঠানগুলো বলছে, এ ট্রেন প্রথাগত ট্রেনগুলোর চেয়ে বেশ আলাদা। এটি অনেকে বেশি সময়ানুবর্তী ও জ্বালানী সাশ্রয়ী।

একই ধরনের আরও চারটি ট্রেন শিগগিরই উদ্বোধনের পরিকল্পনা রয়েছে জার্মানির। দেশটির উত্তরাঞ্চলীয় শহর বনে এ ট্রেনগুলো চলবে। আগামী ডিসেম্বর থেকে এগুলো যাত্রী বহন শুরু করবে। এ ক্ষেত্রে বিকল্প কোনো রেললাইন ব্যবহৃত হবে না। বিদ্যমান রেললাইনেই চলবে আধুনিক এ ট্রেনগুলো। সূত্র: এনডিটিভি

সূত্র: বাংলাদেশ জার্নাল
এম ইউ/১২ অক্টোবর ২০২১

Back to top button