ক্রিকেট

কোহলিকে নিয়ে আবেগঘন পোস্ট যুব বিশ্বকাপজয়ী ক্রিকেটারের

ঢাকা, ১২ অক্টোবর – একটি যুগের শেষ হলো। ৯ মৌসুম ধরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর নেতৃত্ব দিয়েছেন বিরাট কোহলি। সামনের মৌসুমে এই দলের হয়ে খেলবেন, কিন্তু অধিনায়কত্ব করবেন না। কলকাতা নাইট রাইডার্সের কাছে সোমবার হারের পর ব্যর্থতাকে সঙ্গী করে শেষ হলো অধিনায়ক কোহলির অধ্যায়।

হারের পর কষ্ট চেপে রেখে জানিয়ে দেন, ‘এই ফ্র্যাঞ্চাইজির জন্য প্রত্যেক মৌসুমে আমি ১২০ ভাগ দিয়েছি। এখন খেলোয়াড় হিসেবে মাঠে তা দিয়ে যাব।’ অধিনায়ক হিসেবে কোহলির শেষ ম্যাচ খেলার পর তাকে নিয়ে আবেগঘন পোস্ট দেন বাংলাদেশের যুব দলের ক্রিকেটার প্রান্তিক নওরোজ নাবিল।

ফেসবুকে যুব দলের বিশ্বকাপ জয়ী ১৭ বছর বয়সী ওপেনার লিখেছেন, ‘প্রিয় বিরাট কোহলি। আপনার অশ্রু দেখেছে অনেকে। ক্রিকেটের জন্য একজন খেলোয়াড়ের কতটা ভালোবাসা, সেটা আমি দেখলাম। আমি জানি এখন নিজের জন্য আপনি একটি নতুন বেঞ্চমার্ক তৈরি করবেন এবং যেটার জন্য আপনি কাঁদলেন তা অর্জন না করা পর্যন্ত থামবেন না। আপনার এই পরিবর্তন কেবল নিজের মধ্যেই থাকবে না, শিক্ষা হিসেবে আমার মতো তরুণদের হৃদয়ে বাজবে। আপনি উৎসর্গের শক্তি এবং আমার মতো মানুষের কাছে আশার প্রতিচ্ছবি। নেতৃত্ব একটি পদবি নয়, এটা ব্যক্তিত্ব যার ধারক আপনি।’

সূত্র : রাইজিংবিডি
এন এইচ, ১২ অক্টোবর

Back to top button