নাটক

কন্যাসন্তানের মা হলেন নাজিরা মৌ

ঢাকা, ১২ অক্টোবর – মা হলেন মডেল ও অভিনেত্রী নাজিরা মৌ। রাজধানীর ইউনাইটেড হাসপাতালে গতকাল রাত ১০টা ৫৪ মিনিটে প্রথমবার ফুটফুটে কন্যাসন্তানের সন্তানের জন্ম দেন তিনি। মেয়ের নাম রাখা হয়েছে মাইরা রহমান। বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেত্রী নিজেই।

মৌ তার মেয়ের জন্য সবার কাছে দোয়া চেয়ে জানান, তারা দুজনই সুস্থ আছেন। নির্ধারিত সময়ের ২৪ দিন আগেই সিজারের মাধ্যমে জন্ম হয় কন্যা মাইরা রহমানের। তবে হাসপাতালে তাদের ২/৩ দিনের মতো থাকা লাগবে।

চলতি বছরের ২০ জানুয়ারি রাজধানীর বনানীর একটি ঘরোয়া আয়োজনে রেস্তোরাঁয় বিয়ে হয় নাজিরা মৌয়ের। তার স্বামী মিজানুর মুরাদ রহমান পেশায় ব্যবসায়ী, থাকেন যুক্তরাজ্যে।

উল্লেখ্য,২০০৬ সালে বিনোদন বিচিত্রা প্রতিযোগিতায় রানারআপ হয়ে মিডিয়ায় আসেন নাজিরা মৌ। পরের বছরই দেবাশীষ বিশ্বাসের নাটক দিয়ে অভিনয়ে পথচলা শুরু তার। তবে এর পরের ৮ বছর শুধু র‍্যাম্প মডেল ও বিজ্ঞাপনে কাজ করেছেন এই অভিনেত্রী। ২০১৫ সাল থেকে টেলিভিশনে নিয়মিত অভিনয় করছেন তিনি।

মুক্তির অপেক্ষায় রয়েছে নাজিরা মৌ অভিনীত প্রথম চলচ্চিত্র ‘নন্দিনী’। এতে মৌয়ের বিপরীতে অভিনয় করছেন ভারতের প্রখ্যাত অভিনেতা ইন্দ্রনীল সেনগুপ্ত।

এন এইচ, ১২ অক্টোবর

Back to top button