আইন-আদালত

জয়যাত্রা টিভির বার্তা সম্পাদক কামরুজ্জামান কারাগারে

ঢাকা, ১২ অক্টোবর – রাজধানীর পল্লবী থানায় করা চাঁদাবাজির মামলায় আলোচিত হেলেনা জাহাঙ্গীরের জয়যাত্রা টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক কামরুজ্জামান আরিফের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (১১ অক্টোবর) ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জসীমের আদালতে তিনি আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে গত ২ আগস্ট রাতে পল্লবী থানায় সাংবাদিক আব্দুর রহমান তুহিন বাদী হয়ে একটি চাঁদাবাজির মামলা করেন। মামলায় জয়যাত্রা টিভির চেয়ারম্যান হেলেনা জাহাঙ্গীর, জেনারেল ম্যানেজার হাজেরা, প্রধান বার্তা সম্পাদক কামরুজ্জামান আরিফ, কো-অর্ডিনেটর সানাউল্ল্যাহ নূরী, স্টাফ রিপোর্টার মাহফুজ শাহরিয়ারসহ অজ্ঞাত ১০-১২ জনকে আসামি করা হয়।

মামলার বাদী তুহিন অভিযোগ করেন, জয়যাত্রা টেলিভিশনের প্রতিনিধি নিয়োগ দেওয়ার নামে হেলেনা ও তার সহযোগীরা মোটা অঙ্কের অর্থ নিয়েছিলেন।

সূত্র: জাগো নিউজ
এম ইউ/১২ অক্টোবর ২০২১

Back to top button