কক্সবাজার

৫০ কেজি গাঁজাসহ আটক ৩

কক্সবাজার, ১২ অক্টোবর – কক্সবাজার টেকনাফ মহাসড়কের মরিচ্যা প্রবেশমুখে একটি পিকআপ ভ্যানে তল্লাশি চালিয়ে ৫০ কেজি গাঁজা উদ্ধার করেছে র‍্যাব-১৫ এর সদস্যরা। এসময় ৩ জনকে আটক করা হয়।

সোমবার রাত সাড়ে নয়টার দিকে কক্সবাজার র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদীর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

আটকরা হলেন- সাগর চন্দ্র দাস, ফোরকান মিয়া, সোহাগ মতি। তারা সবাই কুমিল্লার বাসিন্দা বলে জানা গেছে।

আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী বলেন, জব্দকৃত গাঁজার চালানটি কুমিল্লা থেকে টেকনাফ নিয়ে যাচ্ছিল মাছের ড্রামে করে। গোপন তথ্যের ভিত্তিতে তাদের এসব গাঁজাসহ আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সূত্র: বাংলাদেশ জার্নাল
এম ইউ/১২ অক্টোবর ২০২১

Back to top button