জাতীয়

ইউপি নির্বাচন: চার দফায় ৬৮১ প্রার্থীর নাম ঘোষণা (তালিকাসহ)

ঢাকা, ১২ অক্টোবর – আসন্ন দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে আরও ৮৫ জন দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেছে আওয়ামী লীগ। এ নিয়ে চার দফায় সর্বমোট ৬৮১ জন দলীয় প্রার্থীর নাম ঘোষণা করা হয়।

সোমবার আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় ময়মনসিংহ বিভাগের জেলাসমূহের ৮৫ জন প্রার্থীর নাম চূড়ান্ত হয়। এতে সভাপতিত্বে করেন মনোনয়ন বোর্ডের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দলের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এর আগে তিন দফায় ৫৯৬ জন দলীয় প্রার্থীর নাম ঘোষণা করে আওয়ামী লীগ। আগামীকাল মঙ্গলবারের মধ্যে দ্বিতীয় ধাপের বাকী ইউপির প্রার্থী নাম ঘোষণা করা হবে বলে জানা গেছে।

আগামী ১১ নভেম্বর দ্বিতীয় ধাপে ৮৪৮টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তফসিল অনুযায়ী ইউপি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ১৭ অক্টোবর।

প্রার্থী পরিবর্তন

এদিকে ঘোষিত একজন মনোনীত প্রার্থীর নাম পরিবর্তন করা হয়েছে। খুলনা বিভাগের নড়াইল জেলা সদরের বিছালী ইউনিয়নে পরিবর্তিত প্রার্থীর নাম এসএম আনিসুল ইসলাম।

সূত্র : বাংলাদেশ জার্নাল
এন এইচ, ১২ অক্টোবর

Back to top button