নাটক

নক্ষত্রের বিদায়ে শোকস্তব্ধ তারকারা

ঢাকা, ১১ অক্টোবর – দেশের সাংস্কৃতিক অঙ্গনের উজ্জ্বল এক নক্ষত্রের নাম ড. ইনামুল হক। আজ পরপারে পাড়ি জমিয়েছেন একুশে পদকপ্রাপ্ত এই বরেণ‌্য অভিনেতা-নাট‌্যজন। তার মত‌্যুখবর প্রকাশ‌্যে আসার পর সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমেছে। শোবিজ অঙ্গনের অনেকে প্রিয় তারকাকে হারানোর শোক প্রকাশ করেছেন সামাজিক যোগাযোগমাধ‌্যমে।

বরেণ‌্য অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা তার ফেসবুকে ড. ইনামুল হকের একটি ছবি পোস্ট করেছেন। ক‌্যাপশনে লিখেছেন—‘আমি হতবাক, ভাষা হারিয়ে ফেলেছি। শান্তিতে ঘুমান ইনাম স‌্যার। আপনার মতো আর কেউ হবেন না। লাকি ভাবি, হৃদি এবং প্রৈতির প্রতি আমার গভীর সমবেদনা।’

আরেক বরেণ‌্য অভিনয়শিল্পী সারা যাকের। ড. ইনামুল হকের সঙ্গে মঞ্চে কাজ করেছেন তিনি। প্রিয় সহকর্মীকে হারানোর পর সেইসব স্মৃতি আড়াল ভেঙে মনে আকাশে উঁকি দিচ্ছে। কয়েকটি ছবি পোস্ট করে সারা যাকের লিখেছেন, ‘প্রিয় ইনাম ভাই, আপনার কথা মনে পড়ছে। আমরা কত সুন্দর সময় কাটিয়েছি। মঞ্চেই কেটে গেল সারা জীবন। তারপর চলেই গেলেন! আপনার আত্মার শান্তি কাননা করি।’

নাট‌্যকার মাসুম রেজা লিখেছেন, ‘হারানোর পাল্লা অনেক বেশি ভারী হয়ে যাচ্ছে। আমাদের মতো হালকারা থেকে যাচ্ছি আর এক পাশে খ্যাতিমান নাট্যকার, নির্দেশক, অভিনেতা, একুশে পদকে ভূষিত ড. ইনামুল হক চলে গেলেন। বিদায় ইনাম ভাই। আপনাকে অনেক ভালোবাসতাম।’

অভিনয়শিল্পী তানভীন সুইটি তার ফেসবুকে একটি স্ট‌্যাটাস দিয়েছেন। তাতে এই অভিনেত্রী লিখেন, ‘আমাদের প্রিয় অভিনেতা ড. ইনামুল হক আজ দুপুরে ইন্তেকাল করেছেন। অনেক শ্রদ্ধা এবং ভালোবাসা রইল আঙ্কেল। কত নাটকে আমার বাবা ছিলেন আপনি। আপনার আত্মার শান্তি কামনা করছি। অভিনয়শিল্পী তনিমা হামিদের স্ট‌্যাটাসে চাপা কষ্ট ফুটে উঠেছে। এ অভিনেত্রী লিখেছেন, ‘কী লিখব, কী বলব, চরম হাহাকার আর কষ্ট…। কেন কেন কেন এভাবে চলে যেতে হয়… ইনাম চাচা হায়!’

এম এস, ১১ অক্টোবর

Back to top button