ক্রিকেট

নাসুম নন, সেপ্টেম্বরের ‘প্লেয়ার অব দ্য মান্থ’ লামিচানে

দুবাই, ১১ অক্টোবর – ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সেপ্টেম্বর মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন নেপালের সন্দিপ লামিছানে। নেপালের প্রথম ক্রিকেটার হিসেবে আইসিসির মাস সেরা পুরস্কার জিতেছেন তিনি। আজ সোমবার এক টুইট বার্তায় লামিছানের মাস সেরার হওয়ায় তথ্যটি নিশ্চিত করেছে আইসিসি।

সেপ্টেম্বর মাসের মাস সেরার দৌড়ে ছিলেন বাংলাদেশি স্পিনার নাসুম আহমেদও। এ ছাড়াও ছিলেন যুক্তরাষ্ট্রের ক্রিকেটার জাসকারান মালহোত্রা। তবে সবাইকে ছাপিয়ে পারফরম্যান্স বিবেচনায় মাস সেরার পুরস্কার পেলেন লামিছানে। আইসিসি ওয়ার্ল্ড কাপ সুপার লিগ-২ এ দারুণ বোলিং করেছিলেন তিনি। ৬টি ওয়ানডে খেলে ১৮ উইকেট নেন নেপালের এই স্পিনার। ইকনোমি রেট ছিল ৩.১৭ করে। পাপুয়া নিউগিনির বিপক্ষে ৩৫ রানে ৪ উইকেট এবং ১১ রানে ৬ উইকেট নিয়েছিলেন। এছাড়া ওমানের বিপক্ষে নিয়েছিলেন ১৮ বলে ৮ উইকেট।

মনোনয়ন পাওয়া যুক্তরাষ্ট্রের ক্রিকেটার জাসকারান মালহোত্রাও একই টুর্নামেন্টের পারফরম্যান্সের জন্য তিন জনের তালিকায় আসেন। পাপুয়া নিউগিনির বিপক্ষে আইসিসি ওয়ার্ল্ড কাপ সুপার লিগ-২ এর ম্যাচে এক ওভারে ৬টি ছক্কা মেরেছিলেন। সে সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটে এক ওভারে ৬ ছক্কা মারা চতুর্থ ক্রিকেটার হিসেবে রেকর্ডবুকে নাম লেখেন তিনি।

এ দিকে মাস সেরার মনোনয়ন পাওয়া নাসুম আহমেদ ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছিলেন। ৫ ম্যাচে মোট ৮টি উইকেট নিয়েছিলেন তিনি। বাংলাদেশ সিরিজ জিতেছিলো ৩-২ ব্যবধানে। সিরিজের চতুর্থ ম্যাচে ১০ রান দিয়ে ৪ উইকেট নিয়েছিলেন নাসুম। ওই ম্যাচেই দারুণ একটি রেকর্ড গড়েন তিনি। আইসিসি পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে প্রথম বোলার হিসেবে একটি টি-টোয়েন্টি ম্যাচে ২ ওভার মেইডেন দেন তিনি।

নারী ক্রিকেটারদের মধ্যে সেপ্টেম্বর মাসের জন্য মনোনীত হওয়ায় ইংল্যান্ডের চার্লি ডিন, হিদার নাইট এবং দক্ষিণ আফ্রিকার লিজলি লির মধ্যে পুরস্কার জেতেন হিদার নাইট।

সূত্র : আমাদের সময়
এন এইচ, ১১ অক্টোবর

Back to top button