দক্ষিণ এশিয়া

ভারতে একদিনে ১৯৩ মৃত্যু, কমেছে আক্রান্তের সংখ্যাও

নয়াদিল্লী, ১১ অক্টোবর- ভারতে করোনায় আক্রান্ত হয়ে আরও ১৯৩ জনের মৃত্যু হয়েছে; কমেছে আক্রান্তের সংখ্যাও।

সোমবার সকালে গত ২৪ ঘণ্টার এই তথ্য দিয়েছে সংবাদ মাধ্যম এবিপি আনন্দ।

দেশটিতে টানা দ্বিতীয় দিন দৈনিক আক্রান্তের সংখ্যা নিম্নমুখী রয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সোমবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা ১৮ হাজার ১৩২। আর  সংক্রমণ থেকে সুস্থ হয়ে ওঠার সংখ্যা ২১ হাজার ৫৬৩।

রোববারের পরিসংখ্যান অনুযায়ী, দৈনিক করোনা আক্রান্তর সংখ্যা ছিল ১৮ হাজার ১৬৬।

পরিসংখ্যান অনুযায়ী, ভারতে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্তের চেয়ে সুস্থ হয়ে ওঠার সংখ্যা বেশি। এর ফলে দেশে সক্রিয় করোনা আক্রান্তর সংখ্যা কমে হয়েছে ২ লাখ ২৭ হাজার ৩৪৭।

দেশজুড়ে এখনও পর্যন্ত করোনাকে হারিয়ে সুস্থ হয়ে ওঠার সংখ্যা ৩ কোটি ৩২ লাখ ৪৭৮। সবমিলিয়ে করোনায় এখন পর্যন্ত মৃতের সংখ্যা ৪ লাখ ৫০ হাজার ৭৮২।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশে রোববার করোনা টিকার ডোজ দেওয়া হয়েছে ৪৬ লাখ ৫৭ হাজার ৬৭৯ জনকে। সবমিলিয়ে দেশে করোনার টিকাদানের  মোট সংখ্যা বেড়ে হয়েছে ৯৬ কোটি ১৯ লাখ ৮৪ হাজার ৩৭৩।

সূত্রঃ সমকাল

আর আই

Back to top button