ফুটবল

নেপালের বিপক্ষে জিততেই হবে বাংলাদেশকে

ঢাকা, ১১ অক্টোবর- প্রথমবারের মতো সাফ চ্যাম্পিয়নশিপ রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হচ্ছে। এই ফরম্যাটের কারণে টুর্নামেন্টের ফাইনালে ওঠার হিসাব-নিকাশটাও একটু অন্যরকম! তবে রবিবার মালের জাতীয় স্টেডিয়ামে দুই ম্যাচের পর সমীকরণ আরও পরিষ্কার হয়ে গেছে। শ্রীলঙ্কা ছাড়া বাকি চার দলের ফাইনালে যাওয়ার সুযোগ আছে এখনও।

মালদ্বীপ তিন ম্যাচে দুই জয় ও এক হারে ৬ পয়েন্ট নিয়ে গোল গড়ে(+২) টেবিলের শীর্ষে আছে। তার পরেই আছে নেপাল। সমান ম্যাচে দুই জয় ও এক হারে হিমালয়ের দেশটি ৬ পয়েন্ট নিয়ে গোল গড়ে(+১) দ্বিতীয় স্থানে অবস্থান করছে। ভারত তিন ম্যাচে দুই ড্র ও এক জয়ে ৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে। বাংলাদেশও তিন ম্যাচ খেলেছে। একটি জয়, ড্র ও হারে ৪ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান চতুর্থ। শুধু শ্রীলঙ্কা চার ম্যাচে তিন হার ও এক ড্রয়ে এক পয়েন্ট নিয়ে তলানিতে থেকেই বিদায় নিয়েছে।

এখন বাংলাদেশ ও ভারতকে ফাইনালে যেতে হলে রাউন্ড রবিন লিগের শেষ ম্যাচটি জিততেই হবে। বাংলাদেশের ফাইনালে উঠতে হলে আগামী বুধবার রাউন্ড রবিন লিগের শেষ ম্যাচে নেপালকে হারাতেই হবে। অন্য ম্যাচের ফলের দিকে না তাকালেও চলবে। তবে ড্র কিংবা হারলে বিদায় নিশ্চিত জামাল ভূঁইয়াদের। তখন হিমালয়ের দেশটি চলে যাবে ফাইনালে।

অন্য দিকে ভারতের বিপক্ষে রবিন লিগে নিজেদের শেষ ম্যাচ খেলবে মালদ্বীপ। ফাইনালে জায়গা করে নিতে হলে স্বাগতিকদের হারাতেই হবে সুনীল ছেত্রীদের। ড্র করলে আলী আশফাকের দল জায়গা করে নেবে ফাইনালে।

সূত্রঃ বাংলা ট্রিবিউন

আর আই

Back to top button