টাইগাররা ওমান থেকে দুবাই হয়ে আবুধাবির পথে
দুবাই, ১০ অক্টোবর- ওমানে তিনদিনের নিবিড় প্র্যাকটিস সেশন আর ওমান ‘এ’ দলের বিপক্ষে একটি গা গরমের ম্যাচ খেলার পর টিম বাংলাদেশ এখন আবুধাবির পথে। আজ (রোববার) বাংলাদেশ সময় রাত ৯টার পরে মাহমুদউল্লাহ রিয়াদের দল বিমানযোগে ওমান থেকে দুবাই হয়ে আবুধাবি যাচ্ছে।
রোববার ওমান সময় সন্ধ্যা ৬টা (বাংলাদেশে তখন রাত ৮টা) নাগাদ আবুধাবির ফ্লাইট ছিল। দলের সঙ্গে থাকা নির্বাচক হাবিবুল বাশার সুমন আর মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম জাগো নিউজকে আগেই ধারণা দিয়েছিলেন, ওমান থেকে দুবাই বিমানে ঘণ্টাখানেকের পথ।
বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টার পর হাবিবুল বাশার সুমন নিশ্চিত করেছেন, তারা মাত্র দুবাই বিমানবন্দরে অবতরন করেছেন। তখন দুবাইয়ের সময় সন্ধ্যা ৭টা ৩৫ মিনিট।
হাবিবুল বাশার আরও জানিয়েছেন, দুবাই বিমানবন্দর থেকে সরাসরি টিম বাসে করে তারা আবুধাবি চলে যাবেন। বাসে দুবাই থেকে আবুধাবি যেতে সময় লাগবে তিন ঘণ্টার মতো।
বাছাই বা প্রথমপর্বের আগে এই আবুধাবিতেই দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। আগামী ১২ অক্টোবর প্রথম ওয়ার্মআপ ম্যাচ টাইগারদের। প্রতিপক্ষ শ্রীলঙ্কা। আর ১৪ অক্টোবর দ্বিতীয় প্র্যাকটিস ম্যাচটি হবে আয়ারল্যান্ডের বিপক্ষে।
এদিকে আজ বাংলাদেশ দল দুবাই পৌঁছানোর আগেই টিম হোটেলে কোয়ারেন্টাইনে ছিলেন মোস্তাফিজুর রহমান। তবে সাকিব আল হাসান দলের সাথে যোগ দেননি। ধারণা করা হচ্ছে, ১১ অক্টোবর আইপিএলে কলকাতার ম্যাচ খেলেই দলের সঙ্গে যুক্ত হবেন বিশ্বসেরা অলরাউন্ডার।
সূত্রঃ জাগো নিউজ
আর আই