ক্রিকেট

আইপিএলের ফাইনালে উঠতে চেন্নাইয়ের দরকার ১৭৩ রান

দুবাই, ১০ অক্টোবর- প্রথম কোয়ালিফায়ার, যে দল জিতবে তারাই সবার আগে নাম লেখাবে আইপিএলের ফাইনালে। দুবাইয়ে এমন গুরুত্বপূর্ণ ম্যাচে ৫ উইকেটে ১৭২ রানের সংগ্রহ গড়েছে দিল্লি ক্যাপিটালস। অর্থাৎ ফাইনালে নাম লেখাতে চেন্নাই সুপার কিংসের দরকার ১৭৩।

টস হেরে ব্যাট করতে নামা দিল্লিকে উড়ন্ত সূচনা দিয়েছিলেন পৃথ্বি শ। কিন্তু মারমুখী ব্যাটিংয়ের পরও সতীর্থদের ব্যর্থতায় দলের রানের গতি প্রত্যাশামতো বাড়াতে পারেননি এই ওপেনার।

৩৪ বলে ৭ বাউন্ডারি আর ৩ ছক্কায় ৬০ রানের বিধ্বংসী এক ইনিংস খেলেন পৃথ্বি। ১১তম ওভারে তিনি যখন সাজঘরে ফিরছেন, ৪ উইকেটে ৮০ রান দিল্লির। এরপর রানের গতি অনেকটাই কমে যায় দলটির।

১০ থেকে ১৫ ওভার পর্যন্ত মাত্র ৩৫ রান তুলতে পারে দিল্লি। তবে রিশাভ পান্ত আর সিমরন হেটমায়ার এরপর দারুণ ব্যাটিংয়ে দলকে লড়াইয়ে ফিরিয়েছেন। ৫০ বলে ৮৩ রানের ঝড়ো জুটি গড়েন তারা।

শেষ পর্যন্ত দলীয় ইনিংসের ১০ বল বাকি থাকতে আউট হয়েছেন হেটমায়ার। ২৪ বলে তার উইলো থেকে আসে ৩৭ রান। ৩৫ বলে ৩ বাউন্ডারি আর ২ ছক্কায় ৫১ রানে অপরাজিত থাকেন পান্ত।

চেন্নাই বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন জস হ্যাজলেউড। ৪ ওভারে ২৯ রান দিয়ে ২টি উইকেট নেন এই পেসার।

সূত্রঃ জাগো নিউজ

আর আই

Back to top button