জাতীয়

কাউকে অপকর্ম করতে দেয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ১০ অক্টোবর- স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘আমাদের নিরাপত্তা বাহিনী ও গোয়েন্দা সংস্থা সব সময় সজাগ দৃষ্টি রাখছে। আমাদের শুধু ধর্মীয় উৎসব নয়, যে কোনো উৎসবে, যে কোনো অনুষ্ঠানে আমাদের চোখ-কান খোলা রয়েছে। আমরা কাউকে অপকর্ম করতে দেব না।’

আজ রবিবার সন্ধ্যায় কেআইবি প্রাাঙ্গণে সনাতন সমাজকল্যাণ সংঘ (সসকস) এর উদ্যোগে শারদীয় দুর্গাপূজার শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘পার্শ্ববর্তী দেশে কী হয়েছে সেটা আমাদের দেখার বিষয় না। আমি বলবো, পৃথিবীর সব জায়গা শান্তি অব্যাহত থাকুক। জঙ্গি উত্থান না হয়, কোনোভাবে যেন সন্ত্রাসীরা বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি করতে না পারে সেটা হল আমাদের চিন্তা-চেতনা।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখেছিলেন একটি অসম্প্রাদায়িক বাংলাদেশ। আমি আশা করি সব কিছু সুন্দরভাবে সম্পন্ন হবে। কৃষক লীগের সভাপতি সমীর দা সুন্দর একটি ব্যবস্থা করে থাকেন। এই এলাকা আমারই নির্বাচনী এলাকা। আপনারা হৃদয় দিয়ে এই উৎসব করবেন।

কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ বলেন, জাতি পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে অসম্প্রদায়িক বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছিলেন- সেই স্বপ্নকে বুকে ধারণ করে সনাতক ধর্মালম্বীরা এই আয়োজনের মধ্যদিয়ে প্রমাণ করেছে শারদীয় দুর্গাপূজাকে শারদীয় উৎসবে পরিণত করেছে।’

অনুষ্ঠানটি পরিচালনা করেন সনাতন সমাজকল্যাণ সংঘ (সসকস) সাধারণ সম্পাদক বাবু স্বপন কুমার মজুমদার। সনাতন সমাজকল্যাণ সংঘের ও কৃষি লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দের সভাপতিত্বে এ অনুষ্ঠান উদ্বোধন করেন ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী।

সূত্রঃ বিডি-প্রতিদিন

আর আই

Back to top button