জাতীয়

বাংলাদেশের আমলারা ভারতের হুকুমে কাজ করে: ডা. জাফরুল্লাহ

ঢাকা, ১০ অক্টোবর – বাংলাদেশের কিছু আমলা জনগণের টাকায় চললেও তারা ভারতের হুকুমে কাজ করে বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।

রোববার রাষ্ট্র সংস্কার আন্দোলন, ভাসানী অনুসারি পরিষদ এবং গণসংহতি আন্দোলনের যৌথ উদ্যোগে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনী মিলনায়তনে ‘নাগরিকদের ভোটাধিকার ও স্বাধীন নির্বাচন কমিশন কোন পথে’ শীর্ষক এক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।

ভাসানচরে থাকা মিয়ানমারের বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জন্য কাজ শুরু করতে বাংলাদেশ সরকারের সঙ্গে জাতিসংঘের চুক্তি সই করেছে উল্লেখ করে তিনি বলেন, জাতিসংঘের সাথে চুক্তি হয়েছে, এই চুক্তি তো আরও ১৫ দিন আগেই হতে পারতো। কিন্তু ভারতের চক্রান্তের কারণে হয়নি। আর বাংলাদেশের কিছু আমলা আছে, তারা জনগণের টাকায় চলে কিন্তু কাজ করে ভারতের হুকুমে।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিনের প্রসঙ্গে জাফরুল্লাহ চৌধুরী বলেন, আমাদের বিচার প্রক্রিয়ায় খালেদা জিয়ার জামিন হয় না। কিন্তু যে টাকা চুরি হয় নাই, তার জন্য তিনি আটক আছেন।

বিদেশী গোয়েন্দা বাহিনীর তৎপরতা বাংলাদেশে ক্রমেই সক্রিয় হয়ে উঠছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন ডা. জাফরুল্লাহ।

ডা. জাফরুল্লাহর সভাপতিত্বে সভায় গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, বীর মুক্তিযোদ্ধা নইম জাহাঙ্গীর, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সদস্য অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম, গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী (ভারপ্রাপ্ত) আবুল হাসান রুবেল ও ভাসানী অনুসারী পরিষদের সদস্য ব্যারিস্টার সাদিয়া আরমান প্রমুখ বক্তব্যে রাখেন।

সূত্র: বাংলাদেশ জার্নাল
এম ইউ/১০ অক্টোবর ২০২১

Back to top button