ভ্রমণের সময় মেকআপ সঙ্গী
ব্যাগে আর কোনো জায়গা নেই। কাপড়চোপড় আর দরকারি জিনিসপত্রে ঠাসা। এরপরও যেন কত কিছু নেওয়া বাকি। ভ্রমণের সময় মনে হয়, সবকিছুই যেন লাগবে। যাঁদের অভ্যাস মেকআপ করার, তাঁরা কিন্তু ভ্রমণেও সেজে থাকতে পছন্দ করেন। কিন্তু পুরো মেকআপ ব্যাগ নিয়ে তো ঘোরা সম্ভব নয়। এ ক্ষেত্রে বিশেষজ্ঞরা পাঁচটি প্রসাধনী সঙ্গে রাখার পরামর্শ দিয়েছেন, যেগুলো সাজ ও সতেজ ভাব দুটোই ধরে রাখবে চেহারায়।
লিপ অ্যান্ড চিক টিন্ট
একই জিনিস বিভিন্নভাবে ব্যবহার করা যায়, ভ্রমণের সময় এমন জিনিস বহন করাই বুদ্ধিমানের কাজ। লিপ ও চিক টিন্ট এ ক্ষেত্রে হতে পারে আদর্শ। আলাদা করে ব্লাশঅন নিতে হবে না। ঠোঁট রাঙানোর কাজটাও হয়ে যাবে অনায়াসে। প্রতিদিন ভ্রমণের সময় সতেজ লুক দিতে পারবেন সহজেই।
বিবি ক্রিম
এই প্রজন্মের কাছে বিবি ক্রিম নামক প্রসাধনীটি খুবই জনপ্রিয়। একটু চিন্তা করে দেখলে এই সময়ের অন্যতম মজার উদ্ভাবন এটি। ফাউন্ডেশন ও কনসিলারের পরিবর্তে চমৎকার কাজ করে। শুধু এটাই নয়, প্রাইমার, ময়েশ্চারাইজার, সানস্ক্রিনের কাজও করে দারুণ। ভ্রমণের সময় মেকআপ কিটের একটা অন্যতম সদস্য হিসেবে এটিকে সঙ্গে রাখুন।
ওয়াইপ
ভ্রমণের সময় এটি সঙ্গে রাখা বাধ্যতামূলক। মেকআপ রিমুভার, আই রিমুভার, তুলা—এত কিছু না নিয়ে মেকআপ ওয়াইপ ব্যাগে রাখুন। এক ঢিলে অনেক পাখি মারা হয়ে যাবে। ত্বক পরিষ্কার, মেকআপ পরিষ্কার, হাত মোছা ইত্যাদি কাজে ব্যবহার করতে পারবেন।
ড্রাই শ্যাম্পু
ঘোরার সময় ঠিকমতো শ্যাম্পু করা হয়ে ওঠে না। ঠিকমতো কন্ডিশনার না করতে পারার কারণে চুলগুলোও উষ্কখুষ্ক হয়ে থাকে। এ ক্ষেত্রে জাদু দেখাবে ড্রাই শ্যাম্পু। মাথার ত্বক ও চুলও পরিষ্কার রাখবে।
মাসকারা
কাজল আর মাসকারার মধ্যে মাসকারা বেছে নেওয়ার জন্যই পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। নির্ঘুম রাতের পর চোখ সতেজ ও বড় দেখাতে সহায়তা করে। চোখের ক্লান্ত ভাবও দূর করে দেয়।
এম ইউ