আফ্রিকা

কঙ্গোতে নৌকা ডুবে শতাধিক নিহত

ব্রাজাভিল, ৯ অক্টোবর – গণপ্রজাতন্ত্রী কঙ্গোর (ডিআরসি) উত্তরপশ্চিমাঞ্চলীয় মঙ্গালা প্রদেশে নৌযানডুবিতে অন্তত ১২০ জন মারা গেছেন। শনিবার বার্তাসংস্থা এএফপিকে এই তথ্য নিশ্চিত করেছেন মঙ্গালা প্রাদেশিক সরকারের মুখপাত্র নেস্তর মাগবাদো।

মাগবাদো বলেন, ইঞ্জিনচালিত কাঠের নৌযানটি গত মঙ্গলবার মধ্যরাতের দিকে ডুবে যায়। নৌযানটিতে সে সময় যাত্রী ছিলেন ১৫৯ জন। তাদের মধ্যে বর্তমানে জীবিত আছেন ৩৯ জন।

বাকি ১২০ জনের মধ্যে ৫১ জনের মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে এবং ৬৯ জন এখন পর্যন্ত নিখোঁজ আছেন।

তিনি আরও বলেন,বেঁচে যাওয়া যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে- ডুবে যাওয়া নৌযানটি ছিল কাঠের তৈরি একটি ইঞ্জিনচালিত পুরনো নড়বড়ে ধরনের নৌযান। বৈরী আবহাওয়া এবং ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী বহনের জন্যই এটি ডুবেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

সূত্র: বাংলাদেশ জার্নাল
এম ইউ/০৯ অক্টোবর ২০২১

Back to top button