মধ্যপ্রাচ্য

ইরানের বিপ্লবোত্তর প্রথম প্রেসিডেন্টের মৃত্যু

তেহরান, ৯ অক্টোবর – ইসলামি বিপ্লবের পর ইরানের প্রথম প্রেসিডেন্ট আবুলহাসান বানিসদর মারা গেছেন।শনিবার চিকিৎসাধীন অবস্থায় তিনি প্যারিসের একটি হাসপাতালে তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৮৮ বছর। ইরানের সরকারি সংবাদসংস্থা আইআরএনএ এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।

আবুলহাসান দীর্ঘদিন ধরেই অসুস্থতায় ভোগার পর দক্ষিণ-পূর্ব প্যারিসের স্যালপেট্রায়ার হাসপাতালে মারা যান বলে তার এক ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে আইআরএনএ’র প্রতিবেদনে বলা হয়েছে।

আবুলহাসানের পরিবারও এক বিবৃতিতে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।

১৯৩৩ সালের ২২ মার্চ ইরানের পশ্চিমাঞ্চলের হামাদানের কাছে একটি গ্রামে আবুলহাসানের জন্ম। তিনি ছিলেন লিবারেল ইসলামের সমর্থক।

মাত্র ১৭ বছর বয়স থেকেই জাতীয়তাবাদী নেতা মোহাম্মদ মোসাদেদের ন্যাশনাল ফ্রন্ট অব ইরানের একজন সক্রিয় কর্মী ছিলেন তিনি।

আবুলহাসান ১৯৭৯ সালের বিপ্লবের পর ইরানের প্রথম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন । পরে দেশ ছেড়ে পালিয়ে যান তিনি। ১৯৮৪ সাল থেকে তিনি ভার্সাইতে বাস করছিলেন।

সূত্র: যুগান্তর
এম ইউ/০৯ অক্টোবর ২০২১

Back to top button