শিক্ষা

ঢাবির ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ

ঢাকা, ৯ অক্টোবর – ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ সেশনের ‘চ’ ইউনিটের (চারুকলা অনুষদ) ভর্তি পরীক্ষা আজ শনিবার সকাল ১১টা থেকে শুরু হবে। মহামারী কারণে শিক্ষার্থীদের কষ্ট লাঘব এবং ব্যায় কমাতে এবার ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের আটটি বিভাগীয় শহরের আট বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

এবারের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় সবচেয়ে বেশি প্রতিদ্বন্দ্বীতা ‘চ’ ইউনিটে। ‘চ’ ইউনিটে ১৩৫টি আসনের বিপরীতে আবেদন করেছে ১৫,৪৯৬ জন শিক্ষার্থী। প্রতি আসনের বিপরীতে লড়বেন ১১৪.৭৯ জন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাড়াও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি), রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি), খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি), শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি), বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি), বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) পরীক্ষা অনুষ্ঠিত হবে।

‘চ’ ইউনিটে ঢাবিতে ৮ হাজার ১৬৬ জন, চবিতে ৯৪৩ জন, রাবিতে ১ হাজার ৫৭৭ জন, খুবিতে ১ হাজর ২৭০ জন, শাবিপ্রবিতে ২৬১ জন, বেরোবিতে ১ হাজার ৯৬৪ জন, ববিতে ৪১৮ জন, বাকৃবিতে ৮৯৭ জন পরীক্ষার্থী পরীক্ষা দেবেন।

সূত্র: বাংলাদেশ জার্নাল
এম ইউ/০৯ অক্টোবর ২০২১

Back to top button