কক্সবাজার

ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৫ রোহিঙ্গা আটক

কক্সবাজার, ৯ অক্টোবর – কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্প থেকে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৫ রোহিঙ্গাকে আটক করেছে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা।

শুক্রবার রাতে বিষয়টি নিশ্চিত করেন ১৬ এপিবিএনের অধিনায়ক এসপি তারিকুল ইসলাম। আটক রোহিঙ্গারা হলেন, ২৭নং ক্যাম্প ব্লক- সি/৬ এর মো. খলিলের ছেলে সৈয়দনুর (২৮), একই ব্লকের মৃত বদী আলমের ছেলে নুর বশর প্রকাশ জাহাঙ্গীর (২২), চাকমারকূল ক্যাম্প ২১ ব্লক সি/১ এর মৃত নূর মোহাম্মদের ছেলে আবু বকর সিদ্দিক (৩২), নয়াপাড়া ক্যাম্প ব্লক জি/১ এর মো. জাকারিয়ার ছেলে মো. সাকের (২৭) এবং একই এলাকার দিল মেহাম্মদের ছেলে আবু তালেব (৩০)।

এসপি তারিকুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর জানতে পারেন বৃহস্পতিবার বিকেলে জাদিমুড়া রোহিঙ্গা ক্যাম্পে কতিপয় দুর্বৃত্ত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। ওই সংবাদের ভিত্তিতে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাদের আটক করে।

এসপি তারিকুল ইসলাম আরও জানান, জিজ্ঞাসাবাদে তারা ডাকাতি করার জন্য প্রস্তুতি নিচ্ছিলো বলে স্বীকার করেছেন। তারা আরও ১২ ডাকাতের নাম ঠিকানা জানিয়েছে।

আটকদের টেকনাফ থানায় হস্তান্তর করে তাদেরসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে জানান এসপি তারিকুল ইসলাম।

সূত্র: বাংলাদেশ জার্নাল
এম ইউ/০৯ অক্টোবর ২০২১

Back to top button