অন্যান্য

সাড়ে তিন বছর পর হকিতে মোহামেডান-আবাহনী যুদ্ধ

ঢাকা, ০৮ অক্টোবর- ফুটবল নিয়মিত মাঠে থাকায় দেশের দুই জনপ্রিয় ক্লাব মোহামেডান-আবাহনীর যুদ্ধ দেখা যায়। আকাশি-নীল ও সাদা-কালোদের দ্বৈরথ দেখা যায় ক্রিকেটেও। কিন্তু হকিতে মোহামেডান ও আবাহনীর লড়াই দেখতে তিন বছরের বেশি অপেক্ষা।

৪০ মাস পর মাঠে নেমেছে প্রিমিয়ার লিগের ক্লাবগুলো। তাদের নিয়ে বৃহস্পতিবার শুরু হয়েছে ক্লাব কাপ। দেশের দুই সমর্থকপুষ্ট দল মোহামেডান ও আবাহনী একই গ্রুপে পড়ায় তৃতীয় দিনেই যুদ্ধে নামতে হচ্ছে তাদের।

মওলানা ভাসানী স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় শুরু হবে মোহামেডান ও আবাহনীর ম্যাচ। দুই দলই নিজেদের প্রথম ম্যাচ জিতে সেমিফাইনালে এক পা দিয়ে রেখেছে। এ ম্যাচের ফল নির্ধারণ করে দেবে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কারা উঠছে সেমিফাইনালে।

মোহামেডান প্রথম ম্যাচে ৮-২ গোলে হারিয়েছে অ্যাজাক্স স্পোর্টিং ক্লাবকে, আবাহনী ৫-০ গোলে জিতেছে পুলিশ এসসির বিপক্ষে।

হকিতে মোহামেডান ও আবাহনীর লড়াই দর্শকরা শেষবার দেখেছে ২০১৮ সালের ৪ জুন। প্রিমিয়ার লিগের সুপারফাইভ পর্বের ওই ম্যাচে আবাহনী জিতেছিল ৩-২ গোলে, তার আগে লিগের ম্যাচে মোহামেডান জিতেছিল ৩-১ গোলে।

সূত্রঃ জাগো নিউজ

আর আই

Back to top button