জাতীয়

বাবলু জাতীয় পার্টিকে রাষ্ট্রক্ষমতায় নেওয়ার স্বপ্ন দেখতেন

ঢাকা, ০৮ অক্টোবর- জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের) বলেছেন, জাপার প্রয়াত মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু রাজনীতিবিদ হিসেবে সব সময় গণমানুষের কল্যাণে কাজ করেছেন। তিনি কখনো অন্যায়, অসত্য আর অনৈতিকতার বিরুদ্ধে কথা বলতে ভয় পেতেন না।

প্রয়াত মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুর স্মরণে আজ শুক্রবার (৮ অক্টোবর) বিকেলে রাজধানী ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স (আইডিইবি) মিলনায়তনে আয়োজিত এক আলোচনাসভায় সভাপতির বক্তব্যে এ কথা বলেন জাপা চেয়ারম্যান।

জিএম কাদের বলেন, জিয়াউদ্দিন আহমেদ বাবলু জাতীয় পার্টিকে রাষ্ট্রক্ষমতায় নেওয়ার স্বপ্ন দেখতেন। এ জন্য জাতীয় পার্টিকে শক্তিশালী করতে তিনি সবসময়ে চেষ্টা করেছেন।

অনুষ্ঠানে জাপার সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেন, জিয়াউদ্দিন আহমেদ বাবলু কখনো সত্য বলতে ভয় পায়নি। একজন আদর্শ রাজনীতিবিদ হিসেবে তিনি গণমানুষের আস্থা ও ভালোবাসার প্রতীক হয়ে থাকবেন। ছাত্রজীবন থেকে মৃত্যুর আগ পর্যন্ত জিয়াউদ্দিন বাবলু সত্য ও ন্যায়ের পথে অবিচল ছিলেন।

আর আই

Back to top button