পশ্চিমবঙ্গ

বিধানসভায় বিধায়ক হিসেবে শপথ নিলেন মমতা

কলকাতা, ০৭ অক্টোবর – বিধানসভায় বিধায়ক হিসেবে শপথ নিয়েছেন পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার অধিবেশন কক্ষে শপথবাক্য পাঠ করান রাজ্যের রাজ্যপাল জগদীপ ধনখড়। জনপ্রতিনিধিত্ব আইনের ধারায় সেই ক্ষমতা নিজের হাতে নিয়েছেন তিনি। খবর আনন্দবাজার অনলাইনের।

সম্প্রতি রাজভবন থেকে বিধানসভার সচিবালয়ে সেই বার্তা পাঠানো হয়। তার পরই পরিষদীয় দপ্তরের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানান, রাজ্যপাল মমতাসহ তিন জয়ী বিধায়ককে শপথবাক্য পাঠ করাবেন।

মমতার শপথগ্রহণ অনুষ্ঠানে বিজেপির কোনও বিধায়ক উপস্থিত ছিলেন না। কার্যত বিরোধী শূন্য বিধানসভায় শপথ নিলেন মমতা।

এদিন মুর্শিদাবাদের শমসেরগঞ্জ আসন থেকে নির্বাচিত বিধায়ক আমিরুল ইসলাম ও জঙ্গিপুর থেকে নির্বাচিত জাকির হুসেনও শপথ নেন। শমসেরগঞ্জ আসন থেকে আমিরুল ইসলাম ২৬ হাজারের বেশি ব্যবধানে জিতেছেন। অপরদিকে জঙ্গিপুরে ৯২ হাজারের বেশি ব্যবধানে নিকটতম প্রতিদ্বন্দ্বীকে হারিয়েছেন জাকির হুসেন।

সূত্র : বাংলাদেশ জার্নাল
এন এইচ, ০৭ অক্টোবর

Back to top button