রূপচর্চা

চুল পড়া কমাবে পেঁয়াজের তেল

চুল পড়ার সমস্যা এখন ঘরে ঘরে। বেশিরভাগ মানুষের কাছেই আপনি শুনতে পাবেন তার চুল পড়ছে কোনো কারণ ছাড়াই।

চুল পড়াই শেষ নয়, চুল রুক্ষ-শুষ্ক হয়ে যাওয়া ও আগাও ফেটে যায়।

ঘন ও লম্বা চুল কে না চায়। চুলের গোড়া শক্ত করতে ব্যবহার করতে পারেন পেঁয়াজের তেল।

পেঁয়াজের তেল লাগালে চুলের বৃদ্ধি দ্রুত হয়। তাই ঘন চুলের জন্য আপনি পেঁয়াজের তেল ব্যবহার করতেই পারেন।

আরও পড়ুন ::

তবে এখন প্রশ্ন হলো– পেঁয়াজের তেল কোথায় পাবেন বা কীভাবে তৈরি করবেন এ তেল।

যেভাবে তৈরি করবেন পেঁয়াজের তেল

পেঁয়াজের তেল তৈরির জন্য প্রথমে পেঁয়াজের রস বের করতে হবে। একটি প্যানে নারিকেল তেল এবং পেঁয়াজের রস একসঙ্গে দিন। এর পর ভালোভাবে মিশিয়ে ঠাণ্ডা হওয়ার পর, ছাঁকনি দিয়ে ছেঁকে নিন। এই তেলটি ছয় মাস পর্যন্ত ব্যবহার করতে পারেন।

এই তেল ব্যবহারে চুলের রুক্ষতা ভাব দূর হয় এবং চুলের গোড়াও মজবুত হয়। পেঁয়াজের তেল প্রয়োগ করে খুশকিও দূর হয়, চুল পড়াও কমে যায়। আপনি যদি চুলে বেশিক্ষণ তেল লাগিয়ে রাখতে না পারেন, তবে চুল ধোয়ার কিছুক্ষণ আগে আপনি চুলে পেঁয়াজের তেল ব্যবহার করতে পারেন।

আরও পড়ুন: কোমল পানীয় অ্যাজমার ঝুঁকি বাড়ায়

আডি/ ২৭ অক্টোবর

Back to top button