অপরাধ
অর্থ আত্মসাতের অভিযোগে টোয়েন্টিফোরটিকেটির পরিচালক গ্রেপ্তার
চুয়াডাঙ্গা, ৬ অক্টোবর – প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে অনলাইন টিকেটিং এজেন্সি টোয়েন্টিফোরটিকেটি ডট লিমিটেডের পরিচালক মো. রাকিবুল হাসানকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি।
মঙ্গলবার সিআইডির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গতকাল সোমবার অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি রাকিবুল হাসানকে চুয়াডাঙ্গার সদর উপজেলা থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এই মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রেখেছে সিআইডি।
সূত্র: জাগো নিউজ
এম ইউ/০৬ অক্টোবর ২০২১