ভাসানচর থেকে পালাতে গিয়ে ৪৫ রোহিঙ্গা আটক
নোয়াখালী, ০৫ অক্টোবর – নোয়াখালীর হাতিয়ার স্বর্ণদ্বীপ থেকে ৪৫ রোহিঙ্গাকে আটক করেছে স্থানীয়রা। মঙ্গলবার (৫ অক্টোবর) তাদেরকে স্বর্ণদ্বীপ এলাকায় দেখে স্থানীয় এলাকাবাসী আটক করা হয়। আটকদের মধ্যে ১৫ জন শিশুও রয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানাতে পারেনি জেলা পুলিশ প্রশাসন।
সন্ধ্যা ৬টায় জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলামের পাঠানো এক বার্তায় জানানো হয়, ৪৫ রোহিঙ্গা স্বর্ণদ্বীপে আটকে আছে মর্মে সংবাদ পাওয়া গেছে। তারা ভাসানচর রোহিঙ্গা ক্যাম্প থেকে পালানোর জন্য বের হলে নৌকার মাঝি কৌশলে তাদের স্বর্ণদ্বীপ নামিয়ে চলে যায়।
তিনি আরও জানান, গত দুই দিন ধরে তারা না খেয়ে আছে বলে জানা গেছে। আটক ৪৫ রোহিঙ্গাদের মধ্যে ১৫ জন শিশু বাকিরা বিভিন্ন বয়সের।
ভাসানচর থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান, কোস্ট গার্ড হাতিয়ার একদল সদস্য আটক রোহিঙ্গাদের স্বর্ণদ্বীপ থেকে উদ্ধার করে নিয়ে আসার জন্য ঘটনাস্থলে পৌঁছেছে। তবে তারা এখনও আটক রোহিঙ্গাদের নিয়ে ভাসানচর এসে পৌঁছায়নি। তারা ফিরে এলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।
সূত্র: বাংলা ট্রিবিউন
এম ইউ/০৫ অক্টোবর ২০২১