ইউরোপ

যেসব শর্তে তালেবানকে স্বীকৃতি দেবে ফ্রান্স

প্যারিস, ০৫ অক্টোবর – ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেন, তালেবানকে দেয়া বিভিন্ন শর্তের মধ্যে নারীর সমতা, বিদেশি দাতা সংস্থাগুলোকে কাজ করতে দেয়ার অনুমতি ও ইসলামি জঙ্গি গোষ্ঠীগুলোকে সহযোগিতা না করার বিষয় অবশ্যই থাকতে হবে। ‘ফ্রান্স ইন্টার’ বেতারে মঙ্গলবার সম্প্রচার হওয়া এক সাক্ষাৎকাওে তিনি এসব কথা বলেন।

ফরাসি প্রেসিডেন্ট বলেন, ‘আমি মনে করি আন্তর্জাতিক স্বীকৃতির একটা মূল্য থাকা উচিত। আফগান নারীদের সম্মান রক্ষা, পুরুষ ও নারীর মধ্যে সমতা আনার বিষয়টি আমাদের শর্তের মধ্যে থাকা উচিত।’

ইতালির রোমে অনুষ্ঠিত হতে যাওয়া জি২০ সম্মেলনে এ নিয়ে আলোচনা হবে কিনা, জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা আফগানিস্তান নিয়ে কথা বলবো। আমাদের বলতেই হবে।’

ম্যাক্রোঁ বলেন, ‘আমরা ইউরোপীয়রা, মার্কিনিরা, চীন, রাশিয়া, আফ্রিকা, এশিয়া, প্যাসিফিক ও ল্যাটিন অ্যামেরিকার বড় শক্তিরা, আমাদের সবার একটা পরিষ্কার বার্তা থাকতে হবে এবং সেটা দিয়ে আমরা তালেবানকে স্বীকৃতি দেয়ার জন্য বিভিন্ন শর্ত ঠিক করবো।’

সূত্র : বাংলাদেশ জার্নাল
এন এইচ, ০৫ অক্টোবর

Back to top button