মধ্যপ্রাচ্য

ওমানে ঝড়ো হাওয়া ও ভারি বৃষ্টিতে আরও ৭ জনের মৃত্যু

মাস্কাট, ০৫ অক্টোবর – ওমানে ট্রপিক্যাল ঝড় শাহীনের আঘাতের পর ভারি বর্ষণ ও ঝড়ো হাওয়ার কারণে আরও অন্তত সাতজন নিহত হয়েছেন।

সোমবার দেশটির ন্যাশনাল ইমার্জেন্সি কমিটি এ তথ্য জানিয়েছে।

বৃষ্টিতে স্বাভাবিক জনজীবন বাধাগ্রস্ত হচ্ছে। এর আগে, রোববার দেশটিতে এই দুর্যোগে শিশুসহ চারজন নিহত হয়। সাম্প্রতিক তথ্যে দেখা গেছে ঝড় থেমে গেছে। তবে সিভিল এভিয়েশন অথরিটি বলেছে, এখনও বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। নাগরিকদের নিচু এলাকা এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে তারা।

ওমানি কর্তৃপক্ষ জানিয়েছে, ঝড়ের কেন্দ্র বা চোখ যখন ভূমি অতিক্রম করছিল, তখন শাহীন প্রতি ঘন্টায় ১২০ থেকে ১৫০ কিলোমিটার বেগে বইছিল। ওমানি ব্রডকাস্টারদের ভিডিও ফুটেজে দেখা গেছে অনেক যানবাহন পানিতে ডুবে আছে।

সূত্র : বাংলাদেশ জার্নাল
এন এইচ, ০৫ অক্টোবর

Back to top button