ক্রিকেট

কলকাতার জয়ের পর ড্রেসিংরুমে যা বললেন সাকিব

দুবাই, ০৪ অক্টোবর – ৯ ম্যাচ পর কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে মাঠে নামলেন সাকিব আল হাসান। প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদকে ৮ উইকেটে ১১৫ রানে থামাতে সন্তোষজনক বোলিং করেছেন বাংলাদেশি অলরাউন্ডার। পেয়েছেন ১ উইকেট, ৪ ওভারে ২০ রান দিয়েছেন। ২ বল হাতে রেখে কলকাতার ৬ উইকেটে জয়ের পর প্লে অফের সম্ভাবনা নিয়ে ড্রেসিংরুমে কথা বললেন সাকিব। তাকে অভিনন্দনও জানান সতীর্থরা।

আগের ম্যাচে পাঞ্জাব কিংসের কাছে হারের পর ১৩ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে চারে কলকাতা। লিগ পর্বের শেষ ম্যাচে রাজস্থান রয়্যালসের বিপক্ষে জিতলেই প্লে অফ নিশ্চিত করবে তারা। ম্যাচের পর কলকাতা তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করে।ড্রেসিংরুমে জয়ের অনুভূতি নিয়ে সাকিব বললেন, ‘ভালো লাগছে। আমাদের জয়টা দরকার ছিল। আরেকটি জয় পেলেই আমরা কোয়ালিফায়ারে উঠব। এখন আমরা পরের ম্যাচের দিকে তাকিয়ে।’

সাকিব আরও বলেন, ‘এই জয়টা গুরুত্বপূর্ণ ছিল। গত দুটি ম্যাচ (লিগ পর্বে) আমাদের জন্য ছিল বাঁচা মরার। ওই দিক থেকে এটা ছিল খুব গুরুত্বপূর্ণ। পরের ম্যাচ আমাদের জিততে হবে, তাহলেই পরের ধাপে। তাই সবকিছু আমাদের হাতে।’

হায়দরাবাদকে কম রানে আটকাতে ফাস্ট বোলারদের কৃতিত্ব দিলেন সাকিব, ‘ফাস্ট বোলাররা আমাদের ভালো শুরু এনে দিয়েছে। সেটাই আমাদের মানে স্পিনারদের দলের জন্য ভালো অবদান রাখতে সহায়তা করেছে। আমাদের জন্য দোয়া করবেন, যেন আমরা কোয়ালিফায়ারে যেতে পারি।’

ওই ভিডিওতে পরে কোচ ব্রেন্ডন ম্যাককালাম অভিনন্দন জানান সাকিবকে, ‘সাকিব শুধু অসাধারণ বলই করেনি, সে দারুণ একটি রান আউট করেছে। এমন মুহূর্তই আমাদের জয় এনে দিয়েছে। তাই সবাই তাকে অভিনন্দন জানাই।’

সপ্তম ওভারের পঞ্চম বলে সাকিবের দুর্দান্ত থ্রোয়ে রান আউট হন হায়দরাবাদ অধিনায়ক কেন উইলিয়ামসন, তার ২৬ রানই ছিল শেষ পর্যন্ত ইনিংস সেরা।

সূত্র : রাইজিংবিডি
এন এইচ, ০৪ অক্টোবর

Back to top button