জাতীয়

দেশে সাড়ে ছয় মাস পর শনাক্ত নামলো ৩ শতাংশের নিচে

ঢাকা, ০৩ অক্টোবর – দেশে প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ কমছেই। গত ২৪ ঘণ্টায় সারাদেশে ২১ হাজার ২৪৬টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ৬১৭ জনের। এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১৫ লাখ ৫৭ হাজার ৯৬৪ জনে।

নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২ দশমিক ৯০ শতাংশ। চলতি বছরের ১৫ মার্চ শনাক্তের হার ছিল ২ দশমিক ১ শতাংশ। এরপর থেকে ধারাবাহিকভাবে শনাক্তের হার ছিল তিন শতাংশের বেশি।

দেশে ২০২০ সালের ৮ জানুয়ারি প্রথম করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়। আজ (৩ অক্টোবর) পর্যন্ত সর্বমোট ৯৭ লাখ ৯৪ হাজার ৪৯০টি নমুনা পরীক্ষা করে ১৫ লাখ ৫৭ হাজার ৯৬৪ জন রোগী শনাক্ত হয়। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষার হিসেবে আক্রান্তের হার ১৫ দশমিক ৯১শতাংশ।

এছাড়া করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় ১৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৭ হাজার ৫৭৩ জনে।

রোববার (৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দেশে সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে জুলাই মাসে শনাক্তের হার ৩২ শতাংশ ছাড়িয়ে যায়। সরকার করোনা নিয়ন্ত্রণে প্রায় দেড়মাস সারাদেশে লকডাউন দেয়। পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর গুরত্বারোপ করে।

ফলে সংক্রমণ ধীরে ধীরে নেমে আসে।

সূত্র: জাগো নিউজ
এম ইউ/০৩ অক্টোবর ২০২১

Back to top button