ফুটবল

বাংলাদেশের বিপক্ষে ম্যাচকে যুদ্ধ বলছেন ভারত অধিনায়ক

মালে, ০৩ অক্টোবর – সাফের পরিসংখ্যানে ভারত অনেক এগিয়ে। আগের ১২টি প্রতিযোগিতার ৭টিতে ট্রফি ঘরে তুলেছে প্রতিবেশী দেশটি। সেখানে বাংলাদেশের শিরোপা মাত্র একটি! শুধু তাই নয়, সাফে আটবার মুখোমুখি হয়েছে দু’দল। সেখানেও ভারতেরই আধিপত্য, জিতেছে ৫ বার। দুটি ম্যাচ হয়েছে ড্র। এর মধ্যে ২০০৩ সালে চ্যাম্পিয়ন হওয়ার পথে সেমিফাইনালে ২-১ গোলে ম্যাচ জিতেছিল বাংলাদেশ।

ফিফা র‌্যাংকিংয়ে বর্তমানে বাংলাদেশ ১৮৯। ভারত ১০৭। আগামীকাল মালদ্বীপের মালেতে সাফ ফুটবলে মুখোমুখি হচ্ছে দুই প্রতিবেশী। নিজেদের প্রস্তুতি নিয়ে ভারতের অধিনায়ক সুনীল ছেত্রী বলেছেন, ‘আমার কাছে প্রত্যেকটি ম্যাচই যুদ্ধের মতো। তাই শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করে যেতে হবে। ৯০ নয়, আমাদের ১০০ শতাংশ উজাড় করে দিতে হবে। কোন ম্যাচই সহজ নয়।’

প্রতিপক্ষ বাংলাদেশ হওয়ায় এনিয়ে ভীষণ সতর্ক সুনীল। তার মতে, ‘বাংলাদেশ সম্প্রতি কোচ পরিবর্তন করেছে। প্রতিপক্ষ হিসেবে ওরা খুবই শক্তিশালী। গত তিন-চার মাসে আমরা বাংলাদেশের বিরুদ্ধে খেলেছি। কঠিন লড়াই হয়েছিল।’

সূত্র : সমকাল
এম এস, ০৩ অক্টোবর

Back to top button