ক্রিকেট

বিশ্বকাপে ভারত ম্যাচ নিয়ে পাকিস্তানকে গুলের পরামর্শ

ইসলামাবাদ, ০৩ অক্টোবর – টি-টোয়েন্টি বিশ্বকাপে অনেক কিছুর জবাব দেওয়ার মিশন পাকিস্তানের। এই অভিযাত্রা শুরু হবে ২৪ অক্টোবর চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে। যে দলটির বিপক্ষে বিশ্বকাপে কখনও জয়ের স্বাদ পায়নি তারা। বিশ্ব মঞ্চে প্রথমবার ভারতবধের জন্য কিছু পরামর্শ দিলেন সাবেক পাকিস্তানি গতিতারকা উমর গুল।

ডানহাতি সাবেক পেসার এই প্রসঙ্গে বললেন, ‘ভারত ম্যাচ নিয়ে বাড়তি চাপ থাকবে। কারণ পুরো দেশ চায় পাকিস্তান ক্রিকেট দল তাদের হারাক। আমার পরামর্শ হলো, খেলোয়াড়দের উচিত হবে তাদের স্নায়ুর নিয়ন্ত্রণ নেওয়া এবং চাপে ভেঙে পড়া চলবে না। কারণ এটা হাই ভোল্টেজ ম্যাচ। আমি আরেকটি উপদেশ দিতে চাই, দুই বা তিন দিন আগে, বিশেষ করে ভারত ম্যাচের, সোশ্যাল ও বিতর্কিত মিডিয়াগুলি এড়িয়ে যাওয়া উচিত খেলোয়াড়দের।’

শুরু থেকে শেষ পর্যন্ত খেলোয়াড়দের উৎসাহ দিতে দেশবাসীকে আহ্বান জানালেন ২০০৯ সালে পাকিস্তানকে বিশ্বকাপ জেতানো গুল, ‘কোনো সন্দেহ নেই (টি-টোয়েন্টি বিশ্বকাপ) স্কোয়াড ঘোষণার পর থেকে সমালোচনা শুরু হয়েছে। আমি মনে করি আমাদের উচিত স্কোয়াডের সমালোচনা করা, কিন্তু কোনো খেলোয়াড়ের নাম উল্লেখ করে নয়। কারণ আমাদের ক্রিকেট নিউ জিল্যান্ড ও ইংল্যান্ডের পাকিস্তান সফর বাতিলের পর থেকে কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। খেলোয়াড়দের সমর্থন করার সময় এখন, তাদের নিরুৎসাহিত করা যাবে না।’

তবে সমালোচনা হলেও খেলোয়াড়রা যেন তা ইতিবাচকভাবে নেয়, সেই পরামর্শ ৩৭ বছর বয়সী গুলের। ২০০৯ সালে ১৩ উইকেট নিয়ে শীর্ষ বোলারের মর্যাদা পাওয়া গুল বলেন, ‘সমালোচনাকে চাপ হিসেবে মনে করার চেয়ে ইতিবাচকভাবে নেওয়া উচিত। আমিও একই কাজ করেছিলাম, যখন আমার ক্যারিয়ারজুড়ে এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছি। মাঠে আমার পারফরম্যান্স দিয়ে ওইসব সমালোচনার জবাব দিয়েছি। চলমান ন্যাশনাল টি-টোয়েন্টি কাপ খেলোয়াড়দের জন্য তাদের আত্মবিশ্বাস পুনরায় অর্জনে ভালো একটি সুযোগ।’

সূত্র : রাইজিংবিডি
এম এস, ০৩ অক্টোবর

Back to top button