মাহির নতুন স্বামী, নতুন বাড়ি (ভিডিও)
ঢাকা, ০৩ অক্টোবর – গাজীপুরের ব্যবসায়ী রাকিব সরকারের সঙ্গে দ্বিতীয়বার ঘর বেঁধেছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। গত ১৩ সেপ্টেম্বর তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। এবার স্বামীকে নিয়ে নতুন বাড়িতে উঠলেন মাহি। নতুন বাড়ির ছবি ও ভিডিও প্রকাশ করেছেন এই নায়িকা।
১ অক্টোবর দুটি ভিডিও পোস্ট করে মাহি লিখেন—‘স্পপ্নের জন্য প্রস্তুতি।’ তাতে দেখা যায়, একটি ফ্ল্যাট রেডি করছেন লোকজন।’
এই পোস্টে স্বামী রাকিব সরকারকে ধন্যবাদ জানিয়ে মাহি লিখেন, ‘আমার সব স্বপ্নগুলা একটা একটা করে পূরণ করার জন্য আমার আজীবনের কৃতজ্ঞতা তোমার (রাকিব সরকার) প্রতি। আল্লাহ তোমার সব নেক মনোবাসনা পূরণ করুক। দিল থেকে দোয়া তোমার জন্য আমি করি না, মন থেকে অটো চলে আসে।’ এ পোস্টের জবাবে রাকিব লিখেন, ‘স্বপ্নপূরণের সারথি করে পাশে রাখার জন্য শুকরিয়া।’
একই দিন আরেকটি পোস্ট করেন মাহিয়া মাহি। তাতে বেশ কিছু ছবি ও ভিডিও রয়েছে। তাতে দেখা যায়, সেই ফ্ল্যাটটি পুরোপুরি গুছানো। অনেক অতিথি বাড়িতে। সেখানে একজন হুজুর এই দম্পতির কল্যাণ কামনা করে দোয়া করছেন। ক্যাপশনে মাহি লিখেন, ‘আলহামদুলিল্লাহ।’
জানা যায়, রাকিবের বাড়ি গাজীপুরে হলেও ঢাকায় নতুন এই বাসা নিয়েছেন তিনি। তবে নগরীর কোথায় বাসা নিয়েছেন তা জানা যায়নি।
এম এস, ০৩ অক্টোবর