ফুটবল

বিশ্বকাপ জিততে রাতে মাঠে নামছে আর্জেন্টিনা

লাতিন আমেরিকান অঞ্চলের ফুটবলীয় শ্রেষ্ঠত্বের আসর কোপা আমেরিকার শিরোপা জিতে দেশবাসীকে আনন্দে ভাসিয়েছে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল। এবার দেশটির ফুটসাল দলের সামনে সুযোগ বিশ্বকাপ শিরোপা জিতে দেশবাসীকে আরও বড় আনন্দ উপহার দেয়ার।

রোববার লিথুয়ানিয়ার জালগিরিস এরেনায় বাংলাদেশ সময় রাত ১১টায় ফিফা ফুটসাল বিশ্বকাপের ফাইনাল ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনা ফুটসাল দল। তাদের প্রতিপক্ষ পর্তুগালের ফুটসাল দল। ফুটসাল বিশ্বকাপের সবশেষ আসরের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তাদের মিশন শিরোপা ধরে রাখার।

বিশ্বকাপের সেমিফাইনালে চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। অন্যদিকে কাজাখাস্তানের সঙ্গে ২-২ গোলে ড্র করার পর টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে জিতে ফাইনালের টিকিট পেয়েছে পর্তুগাল।

আর্জেন্টিনা এর আগে শিরোপা জিতলেও, প্রথম শিরোপার সামনে দাঁড়িয়ে পর্তুগিজরা। ফিফা ফুটসাল র‍্যাংকিংয়েও কাছাকাছি এ দুই দল। সবশেষ আপডেট অনুযায়ী ১৬৯৮ রেটিং নিয়ে তিন নম্বরে রয়েছে আর্জেন্টিনা। তাদের ঠিক পরেই পর্তুগালের অবস্থান।

এফ গ্রুপ থেকে তিন ম্যাচের সবকয়টি জিতে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছিলো আর্জেন্টিনা। তারা তিন ম্যাচে করে ১৭ গোল। পরে দ্বিতীয় রাউন্ডে প্যারাগুয়েকে হারায় ৬-১ গোলে এবং কোয়ার্টারে রাশিয়ার বিপক্ষে ১-১ গোলে ড্র হয় মূল। টাইব্রেকারে ৫-৪ ব্যবধানে জিতে সেমিতে ওঠে তারা।

অন্যদিকে আরেক ফাইনালিস্ট পর্তুগাল গ্রুপের তিন ম্যাচের মধ্যে জিতেছিলো দুইটি, ড্র হয় অন্যটি। তারাও গ্রুপ চ্যাম্পিয়ন হয়। সেই তিন ম্যাচে পর্তুগালের গোল ১৪টি। পরে দ্বিতীয় রাউন্ডে সার্বিয়াকে ৪-৩ ও কোয়ার্টার ফাইনালে স্পেনকে ৪-২ গোলে হারিয়ে সেরা চারের টিকিট নিশ্চিত হয় তাদের।

এবার দুই দলের লড়াই শিরোপা জেতার। বাংলাদেশ সময় রাত ১১টায় শুরু হবে ম্যাচটি। এর আগে রাত ৯টায় তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে লড়বে সেমিফাইনালে হেরে যাওয়া দুই দল ব্রাজিল ও কাজাখাস্তান।

সূত্র : জাগো নিউজ
এন এইচ, ০৩ অক্টোবর

Back to top button