দক্ষিণ এশিয়া

ভারতে একদিনে ২২৮৪২ করোনা রোগী শনাক্ত,মৃত্যু ২৪৪

নয়াদিল্লী, ০৩ অক্টোবর- ভারতে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসের সংক্রমণ কমেছে প্রায় ৬ শতাংশ। এ নিয়ে পরপর দুই দিন করোনার সংক্রমণ বড় অঙ্কে হ্রাস পেল। সেইসঙ্গে ফের অনেকটাই কমেছে ভারতে অ্যাকটিভ কেসের সংখ্যা।

রবিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে ২২ হাজার ৮৪২ জন করোনা আক্রান্ত হয়েছেন, যা গতকালের থেকে অনেকটা কম।

একইসময়ে মারণ ভাইরাসে প্রাণ হারিয়েছেন ২৪৪ জন। এই সংখ্যাটা আগের দিনের থেকে অনেকটা বেশি। ভারতে এখন পর্যন্ত করোনার বলি ৪ লাখ ৪৮ হাজার ৮১৭ জন।

সংক্রমণ কমার পাশাপাশি গত ২৪ ঘণ্টায় বড়সড় স্বস্তি দিয়েছে করোনার অ্যাকটিভ কেসে। বর্তমানে ভারতে করোনায় চিকিৎসাধীন রোগীর সংখ্যা ২ লাখ ৭০ হাজার ৫৫৭ জন, যা গত ১৯৯ দিনের মধ্যে সর্বনিম্ন।

পরিসংখ্যান অনুযায়ী, এখন পর্যন্ত ভারতে ৩ কোটি ৩০ লাখ ৯৪ হাজার ৫২৯ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ২৫ হাজার ৯৩০ জন।

এদিকে, টিকাকরণের গতি বাড়িয়ে সংক্রমণ ঠেকানোর প্রয়াস জারি রয়েছে ভারতজুড়ে। ৯০ কোটি ৫১ লাখের বেশি মানুষ এখন ভ্যাকসিনের আওতায়। যার মধ্যে গতকালই টিকা পেয়েছেন প্রায় সাড়ে ৭৩ লাখের বেশি নাগরিক। গত ২৪ ঘণ্টায় করোনা পরীক্ষা হয়েছে ১২ লাখ ৬৫ হাজার মানুষের।

সূত্রঃ বিডি প্রতিদিন

আর আই

Back to top button