ক্রিকেট

উইকেটে মানিয়ে নেওয়া নিয়ে কাজ করেছি : সৌম্য

ঢাকা, ০১ অক্টোবর – জিম্বাবুয়ে সিরিজের পর ব্যাট হাতে টানা ব্যর্থ সৌম্য সরকার। দলে যে কয়টা ম্যাচ সুযোগ পেয়েছিলেন একটাতেও কার্যকর কোনো ইনিংস খেলতে পারেননি তিনি। দলের নির্ভরযোগ্য ওপেনার হয়েও মিরপুরের উইকেটে এসে এক প্রকার তাড়া দেখিয়ে ফিরেছিলেন তিনি। ঘরের মাঠে ধীর উইকেটের ব্যর্থতা কাটিয়ে বিশ্বকাপ মঞ্চের স্পোর্টিং উইকেটে দলের প্রয়োজন মেটাতে চান তিনি। এ জন্য গেল কয়েকদিন যাবৎ উইকেটে নিজেকে মানিয়ে নিতে কাজ করে গেছেন তিনি।

আজ শুক্রবার ব্যক্তিগত অনুশীলন করতে মিরপুর শের-ই বাংলা জাতীয় স্টেডিয়ামে এসেছিলেন সৌম্য সরকার। অনুশীলনের পর নিজেদের প্রস্তুতি নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছিলেন বাঁ হাতি এই ও ব্যাটসম্যান। সৌম্য বলেন, ‘এতদিন অনুশীলন করছিলাম। আশা করি প্রস্তুতি ভালো হয়েছে। আমরা তাড়াতাড়ি যাচ্ছি। ওখানে প্রস্তুতি ম্যাচও আছে। ওখানে প্রস্তুত হওয়ার আরও সুযোগ পাব, যতটুকু হয়েছে ভালো। ভালো কিছুর আশা নিয়েই যাব।’

ঘরের মাঠের ব্যর্থতা কাটিয়ে উঠার প্রত্যয় ব্যক্ত করে এই ব্যাটসম্যান বলেন, ‘টি-টোয়েন্টি ক্রিকেট স্পোর্টিং উইকেটে হয়। আশা করি সবাই ওখানে মানিয়ে নিতে পারবে। আমরা জয়ের ধারায় আছি। একটা আত্মবিশ্বাস আছে।’

শেষ কয়েকদিন উইকেটে প্রচুর পরিশ্রম করেছেন তিনি। কী কী শিখলেন তা নিয়ে সৌম্য বলেন, ‘স্কিল নিয়ে কিছু কাজ করা তো হয়েছেই। ব্যালেন্স করা, উইকেটে মানিয়ে নেওয়া নিয়ে কাজ করেছি। আমরা গত যে দুই সিরিজে খেলেছি সেখানে উইকেট অনেক কঠিন ছিল। স্পোর্টিং উইকেটে খেলার জন্য আবার নিজেকে প্রস্তুত করতে হচ্ছে। গত প্র্যাকটিস সেশনগুলোতে উইকেট ভালো ছিল। বড় শট খেলতে গেলে ভারসাম্য জরুরি। ওটা নিয়েই বেশি কাজ করেছি।’

টি-টোয়েন্টি ক্রিকেটে সব দলই সমান সুবিধা নিতে পারে। এ বিষয়ে সতর্ক এই ব্যাটসম্যান বলেন, ‘প্রিয় প্রতিপক্ষ বলে কেউ নেই। সবার সঙ্গেই ভালো করতে হবে। আলাদা কোনো কিছু নেই। মাঠে সব প্রতিপক্ষই সমান। ১০ নম্বর দলের বিপক্ষে যে মনোযোগ নিয়ে খেলা উচিত, ১ নম্বর দলের বিপক্ষেও একই মনোযোগ নিয়ে খেলা উচিৎ। সবাইকে সমান চোখে দেখলে ভালো হয়। সব দল সমান। আলাদা কিছু না ভেবে নিজের সেরাটা দিতে হবে।’

সূত্র : আমাদের সময়
এম এস, ০১ অক্টোবর

Back to top button